রাজ্যের খবর

খড়গপুর বালেশ্বর ১৬ নম্বর জাতীয় সড়কে ভয়াবহ দুর্ঘটনা

Horrible accident on National Highway 16 Kharagpur Baleshwar

The Truth Of Bengal : জাতীয় সড়কের উপর দুর্ঘটনায় গুরুতর আহত হলেন গাড়ির চালক অল্পের জন্য প্রাণী বাঁচলেন গাড়ির মধ্যে থাকা খালাসী। দুর্ঘটনাটি ঘটেছে শনিবার দুপুর নাগাদ পশ্চিম মেদিনীপুর জেলার খড়গপুর বালেশ্বর ১৬ নম্বর জাতীয় সড়কের দাঁতন থানার সোনাকুনিয়ার নাকা চেকিং এর কাছে। জানা গিয়েছে, এদিন উড়িষ্যা আগামী একটি মাল বোঝাই গাড়ির পেছনে নিয়ন্ত্রণ হারিয়ে ধাক্কা মারে পিছনে থাকা একটি লোহার পাইপ বোঝাই গাড়ি। দুর্ঘটনায় দুমড়ে মুচড়ে যায় লোহার পাইপ বোঝাই গাড়ির সামনের অংশ। দুর্ঘটনায় গুরুতর আহত হন লোহার পাইপ বোঝাই গাড়ির চালক অল্পের জন্য প্রাণে রক্ষা পান গাড়ির মধ্যে থাকা খালাসী।

খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় দাঁতন থানার পুলিশ ও জাতীয় সড়ক কর্তৃপক্ষ। আহত গাড়ি চালককে উদ্ধার করে নিয়ে আসা হয় দাঁতন গ্রামীণ হাসপাতালে। সেখানে প্রাথমিক চিকিৎসার পর ওই চালকের অবস্থা স্থিতিশীল বলে জানা গিয়েছে। অন্যদিকে জাতীয় সড়ক কর্তৃপক্ষের সহযোগিতায় দুর্ঘটনা গ্রস্থ দুটি গাড়িকে আটক করে দাঁতন থানার পুলিশ।

Related Articles