তামাক সেবনের জন্য ২৬ শতাংশ ক্যান্সার রোগীর মাথা ও ঘাড়ে টিউমার দেখা যাচ্ছে, চাঞ্চল্যকর রিপোর্ট
26 percent of cancer patients develop head and neck tumors due to tobacco use, sensational report

The Truth Of Bengal : মাঝ বয়সিদের ক্যান্সার রোগ বেড়ে গেছে। যার জন্য যুবসমাজের তরতাজা জীবনে কালো ছায়া ফেলছে কর্কট রোগ। অস্ট্রেলিয়ার সিডনি বিশ্ববিদ্যালয়ের স্বাস্থ্য বিশেষজ্ঞদের মতে, গত ৩ দশকে ৪০ থেকে ৫০ বছর বয়সী মানুষদের মধ্যে কর্কট রোগ বেশি থাবা ফেলেছে। ১৯৯১ থেকে ২০২১এর মধ্যে ৩০ থেকে ৩৯ বছর বয়সীদের মধ্যে পিত্তথলির ক্যান্সারের হার ২০০ শতাংশ, জরায়ুর ক্যান্সারের হার ১৫৮ শতাংশ, কোলন ক্যান্সারের হার ১৫৩ শতাংশ, কিডনির ক্যান্সারের হার ৮৯%, অগ্নাশয় ক্যান্সারের হার ৮৩ শতাংশ। এবার সেই কর্কট রোগ সম্পর্কে মেলা তথ্যে জানা গেল, ২৬শতাংশ ক্যান্সার রোগীর মাথা ও ঘাড়ে টিউমার বেশি দেখা যাচ্ছে। দেশের ১৮৬৯ জন ক্যান্সার রোগীর মধ্যে সমীক্ষা চালানো হয়।শনিবার দিল্লি ভিক্তিক এনজিও-র তরফে প্রকাশিত প্রতিবেদনে আরো জানা গেছে, তামাক সেবনের জন্যই এই কর্কট রোগ বাড়ছে। অন্ততঃ ৮০শতাংশ ক্যান্সার রোগী তামাক সেবনের জন্য জীবন যন্ত্রণা বাড়িয়ে তুলেছে বলে সমীক্ষায় স্পষ্ট। এমনকি মাথা ও ঘাড়ে টিউমার দেখা যাওয়ায় তা পরবর্তী সময়ে ভয়ঙ্কর আকার নিচ্ছে।রোগের চিকিত্সা করাতে গিয়ে রোগীর পরিজনদের অস্থির হতে হচ্ছে।কঠিন জীবনের লড়াইয়ের মুখে পড়তে হচ্ছে রোগাক্রান্ত মানুষদের।
কিভাবে ক্যান্সার এড়িয়ে চলবেন ?
বিশেষজ্ঞরা বলছেন,কর্কট রোগ থাবা যাতে না গাড়ে সেজন্য তামাক সেবন বন্ধ করা দরকার।কারণ তামাক সেবনের প্রবণতা এখন বেড়ে গেছে।অতিরিক্ত তামাক সেবন করার জন্যই এই মারণ ব্যধি মারণ কামড় দিচ্ছে।আমরা জানি,অনেক সময়, অতিরিক্ত স্থূলতা, খারাপ খাদ্যাভাস, অতিরিক্ত জাঙ্ক ফুড, চিনি, চর্বিযুক্ত খাবার খাওয়া, শরীর চর্চার অভাবের জন্য ক্যান্সার বাড়ার আশঙ্কা থাকে।যারজন্য পুরুষদের মধ্যে প্রস্ট্রেট, ফুসফুস ক্যান্সারের প্রবণতা বেড়েছে এবং অন্যদিকে মহিলাদের মধ্যে বেড়েছে ফুসফুস, স্তন, ক্যান্সারের লক্ষ্মণ দেখা গেছে।তাই সবকিছু ছেড়ে এখন সবার আগে তামাক সেবন ত্যাগ করা দরকার।তারপর অন্যান্য বদভ্যাসও পরিত্যাগ করতে হবে।তবেই এদেশে ক্যান্সার রোগের প্রবণতা কমতে পারে বলে মনে করছেন চিকিত্সা বিজ্ঞানের গবেষকরা।