স্বামীর সঙ্গে সম্পর্ক ছিন্ন করায় হল কাল, কুঠার দিয়ে কেটে নেওয়া হল পা
Divorced for severing relations with her husband, her legs were cut off with an axe

The Truth Of Bengal : স্বামীর সঙ্গে দীর্ঘদিনের অশান্তি মেনে নিতে পারছিলেন না সোবিয়া বাতুল শাহ। প্রতিকার চেয়ে পুলিশের দ্বারস্থ হয়েছিলেন। ইতিমধ্যে মামলাও চলছে। সোবিয়া জানিয়েছিলেন বাপের বাড়ির সদস্যদেরকে। স্বামীর সংসার ছেড়ে বাপের বাড়িতে আশ্রয় নেওয়া তরুণী যে গুরুতর অপরাধ করে ফেলেছেন তা হয়তো তিনি বুঝতে পারেননি। তাইতো তার উপরে নেমে এলো শাস্তির খাড়া। সোবিয়া বাতুল শাহর বাবা তার নিজের কন্যার পা কেটে নিলেন। এই মর্মান্তিক ঘটনা ঘটেছে পাকিস্তানের সিন্ধ প্রদেশে।
প্রতিবাদ করেছিলেন তরুণী। স্বামীর অত্যাচারের বিরুদ্ধে। থাকতে চাননি স্বামীর সঙ্গে , সন্তানদের কে নিয়ে তার যে অসম লড়াই সেই লড়াই একাই লড়তে হচ্ছিল। পাশে চেয়েছিলেন পরিবারের লোকজনদেরকে। সেটাই কাল হয়ে দাঁড়ালো। বাবা কাকাদের কে এই ঘটনা জানানোর পর তারা কুঠার দিয়ে তরুনীর পায়ে কোপ মারেন। আহত অবস্থায় হাসপাতালে চিকিৎসাধীন তরুণী । ইতিমধ্যে বাবা কাকা সহ পরিবারের অন্যান্যদের বিরুদ্ধে অভিযোগ দায়ের করেছেন সোবিয়া । পরিবারকে যখন জানান এই তরুণী তার সংসারের সমস্যায় রয়েছে তখন পরিবারের তরফ থেকে বারবার মানিয়ে নেওয়ার কথা বলা হয়েছে কেন তিনি মানিয়ে নেননি সেটা নিয়েই পরিবারের সঙ্গে বিতর্ক এবং তারপর এই ঘটনা।