GRP কর্মীর হাতে আক্রান্ত ছাত্র! বেরিয়ে এল অন্ত্র! বিহারের জনকপুর রোড স্টেশনের ঘটনা
Students affected by GRP workers! Guts came out! Incident of Janakpur Road Station in Bihar

The Truth Of Bengal : আচ্ছা পুলিশ বলতে আমরা কী বুঝি? যারা আমাদের সুরক্ষার কথা ভেবে দিনরাত অপরাধ দমনে ব্যস্ত তাদেরকে নিশ্চয়ই! কিন্তু, যদি শোনেন যে সেই পুলিশ নাকি এক সাধারন মানুষকে স্টেশনে ফেলে মারধর করেছে তাহলে? হ্যাঁ, সম্প্রতি এমনই এক ঘটনা ঘটেছে বিহারে।
বিহারের পুপরি এলাকার জনকপুর রোড রেলওয়ে স্টেশন থেকে একটি মর্মান্তিক ঘটনা প্রকাশ্যে এসেছে। যেখানে দেখা যাচ্ছে, বৃহস্পতিবার কর্মভূমি ট্রেন ধরতে আসে এক যুবক। কিন্তু হঠাৎ GRP কর্মীরা তাকে বেধড়ক মারধর করা শুরু করে। এরপর ওই ব্যক্তি গুরুতর আহত হয়ে পড়েন।
GRP কর্মীর হাতে আক্রান্ত ছাত্র! বেরিয়ে এল অন্ত্র! pic.twitter.com/zo0amty5Ja
— TOB DIGITAL (@DigitalTob) July 26, 2024
একটি বিশিষ্ট সংবাদ মাধ্যম সূত্রে খবর, আহত যুবকের নাম মহম্মদ ফুরকান (২৫), বাড়ি গাধা গ্রামে অবস্থিত মোহাম্মদ গুলাবের ছেলে। ঘটনার পর তাকে পুপরী প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রে (পিএইচসি) নিয়ে যাওয়া হয়। বর্তমানে ওই ব্যক্তির সেখানেই চিকিৎসাধীন অবস্থায় রয়েছে। এই ঘটনার একটি ভিডিও ইতিমধ্যেই সোশ্যাল মিডিয়ায় বেশ ভাইরাল হয়েছে। ঘটনার ভিডিওতে দেখা যাচ্ছে, দুই ব্যক্তি ফুরকানকে নিয়ে যাচ্ছে এবং তাদের পেছনে রয়েছে লোকজনের ভিড়। ভিডিওতে এক ব্যক্তিকে বলতে শোনা যায়, “দেখুন পুলিশরা তাকে কতটা মারধর করেছে।”
পরে ওই ব্যক্তির শারীরিক অবস্থা আরও খারাপ হলে তাকে উন্নত চিকিৎসার জন্য এসকেএমসিএইচ মুজাফফরপুরে রেফার করা হয়। ফুরকান জানান, আমি আমার পিসিকে স্টেশানে পৌঁছে দিতে এসেছিলাম। আমার পিসি কর্মভূমি এক্সপ্রেস ট্রেনে মুম্বাই যাচ্ছিলেন। হঠাৎ কোথা থেকে কয়েকজন জিআরপি কর্মীরা আমায় মারধর শুরু করেন। তাঁরা আমার পেটে লাঠি দিয়ে মারতে শুরু করেন। আমার পেটে আগেই একটি অপারেশন করা হয়েছিল। সেকথা আমি তাদের জানিয়েছিলাম কিন্তু তাঁরা আমার কোন কথা না শুনে আমার বেধড়ক মারতে থাকেন। এত মারের ফলে আমার পেট ফেটে যায় এবং অন্ত্র বেরিয়ে আসে।
এক বিশিষ্ট সংবাদ মাধ্যমের প্রতিবেদনে আরও বলা হয়, প্রায় দুই বছর আগে ফুরকানের অন্ত্রে অস্ত্রোপচার করা হয়েছিল। অস্ত্রোপচারের জায়গায় লাঠির আঘাতের কারণে তার পেটের বাম পাশে ছিঁড়ে যায় এবং অন্ত্র বেরিয়ে আসে। জনকপুর রোড স্টেশনে জিআরপির বর্বর আচরণে বিক্ষুব্ধ জনতা স্টেশন মাস্টারের অফিস ভাঙচুর করে। বিক্ষুব্ধ যাত্রীরা স্টেশন সুপারিনটেনডেন্ট কার্যালয়ের প্রধান প্রবেশপথের লোহার গ্রিল ও কাঁচের গেট ভেঙে ভেতরে প্রবেশ করে তোলপাড় সৃষ্টি করে। জনতা এবং কয়েকজন সরকারি কর্মচারীর মধ্যে ধস্তাধস্তিতে কয়েকজন আহত হয়েছেন। সেই আহতদের পিএইচসি হাসপাতালে চিকিৎসার জন্য নিয়ে যাওয়া হয়েছে। তবে কেন ওই GRP কর্মীরা ওই যুবককে মারধর করেছিলেন? তা এখনও জানা যায়নি।