দেশ

বিদ্যুতের বিল থেকে রান্নার গ্যাস সিলিন্ডার, ১ আগস্ট থেকে পরিবর্তন হতে চলেছে এই ৫ নিয়ম

From electricity bills to cooking gas cylinders, these 5 rules are going to change from August 1

The Truth Of Bengal: প্রত্যেক মাসে কিছু না কিছু নিয়মে বদল হয় যেখানে কিছু নিয়ম এমন থাকে যার ভালোমতো প্রভাব পড়ে সাধারণ মানুষের পকেটে। যার কারণে কিছু মানুষের খরচের খাতা বেড়ে যায়।

গ্যাস সিলিন্ডারের দামে পরিবর্তন, ক্রেডিট কার্ডের নিয়মে পরিবর্তন থেকে শুরু করে বিদ্যুৎ বিল পেমেন্টের নিয়মে বদল আসতে চলেছে। আজ্ঞে হ্যাঁ, আগামী ১ আগস্ট থেকে কিছু পরিবর্তন হতে পারে কিছু নিয়ম। চলুন জেনে নেওয়া যাক কি কি নিয়মে পরিবর্তন আসতে পারে।

১. এলপিজি গ্যাস সিলিন্ডারের দামে পরিবর্তন
১ আগস্ট থেকে পরিবর্তন হতে পারে গ্যাস সিলিন্ডারের দামে। আসলে, প্রত্যেক মাসের শুরুতে জ্বালানী কোম্পানিগুলি এলপিজি গ্যাস সিলিন্ডারের দামে সংশোধন করে। এর পরে তারা সিলিন্ডারের নতুন দাম ধার্য্য করে। জুলাই মাসে ১৯ কিলোগ্রাম কমার্শিয়াল সিলিন্ডারের দাম কমিয়ে দেওয়া হয়েছিল, আশা করা যায় এবারও এলপিজি সিলিন্ডারের দাম কম হবে।

২. ইউটিলিটি লেনদেনের নিয়মাবলীতে পরিবর্তন
জুলাই মাসে লেট পেমেন্ট, ক্রেডিট কার্ড থেকে বিদ্যুৎ বিল, মাসিক ভাড়া সহ অন্যান্য ইউটিলিটি লেনদেনের নিয়মে করা হয়েছিল বড়োসড়ো বদল। নিয়মানুসারে স্কুল, কলেজের ওয়েবসাইটে পেমেন্টের ক্ষেত্রে কোনো অতিরিক্ত চার্জ নেই। যদিও, আপনি যদি কোনো থার্ড পার্টি অ্যাপ যেমন – Mobikwik, CRED ইত্যাদির মাধ্যমে পেমেন্ট করেন তবে আপনাকে ১ শতাংশ অতিরিক্ত চার্জ দিতে হবে। প্রত্যেক লেনদেনের লিমিট ৩০০০ টাকা পর্যন্ত। এভাবে ৫০০০ টাকার বেশি যদি আপনি লেনদেন করেন তবুও আপনাকে ১ শতাংশ অতিরিক্ত চার্জ দিতে হতে পারে।

৩. এইচডিএফসি ব্যাঙ্ক ক্রেডিট কার্ডের নিয়মাবলী
১ আগস্ট, ২০২৪ থেকে এইচডিএফসি ব্যাঙ্ক এর তরফে টাটা নিউ ইনফিনিটি এবং টাটা নিউ প্লাস ক্রেডিট কার্ডে পরিবর্তন করা হবে। এই কার্ড ব্যবহারকারী গ্রাহকদের টাটা নিউ ইউপিআই আইডি থেকে লেনদেন করলে মিলবে ১.৫% নিউ কয়েন।

৪. ইএমআই প্রসেসিং চার্জ
লেট পেমেন্ট থেকে বাঁচতে সহজ কিস্তির সুবিধা পাওয়া যায়। যদিও এটার জন্য ২৯৯ টাকা পর্যন্ত ইএমআই প্রসেসিং চার্জ দিতে হবে। এইচডিএফসি ব্যাঙ্কের নিয়ম অনুসারে এই চার্জ জিএসটির জন্য নেওয়া হয়। এই ব্যাঙ্কের তরফ থেকে থার্ড পার্টি অ্যাপের মাধ্যমে পেমেন্ট করলে প্রতি লেনদেনে ১ শতাংশ অতিরিক্ত চার্জ দিতে হবে।

৫. গুগল ম্যাপের নিয়মে পরিবর্তন
১ আগস্ট থেকে গুগল ম্যাপ দ্বারা করা নিয়মের পরিবর্তনগুলি চালু হবে। সংস্থাটি ভারতে তাদের পরিষেবা চার্জ ৭০ শতাংশ পর্যন্ত কমিয়েছে। এছাড়াও গুগল ম্যাপের অন্য পরিষেবার জন্য ডলারের পরিবর্তে ভারতীয় টাকায় চার্জ নেওয়া হবে। বলা ভালো, এই পরিবর্তনের ফলে সাধারণ মানুষের কোনো লাভ বা লোকসান কিছুই হবে না। এতে ইউজারদের উপর কোনো প্রভাব পড়বে না।