কলকাতা

মশাবাহিত রোগ আটকাতে তৎপরতা, রাশ টানতে পেরেছে কলকাতা পুরসভা

Activities to prevent mosquito-borne diseases

The Truth of Bengal: বর্ষার শুরুতেই মশাবাহিত রোগের প্রকোপ বাড়ে শহরে। তবে এপুরসভা অনেক আগে থেকে সক্রিয় থাকায় এখনও সেই ভাবে মাথাচাড়া দিতে পারেনি ম্যালেরিয়া বা ডেঙ্গি। মশাবাহিত রোগ প্রতিরোধ করতে ফের ড্রোনের সাহায্য নিতে চলেছে কলকাতা পুরসভার স্বাস্থ্য বিভাগ। লার্ভার সন্ধান মিললে চলবে নিধন। মশাবাহিত রোগ আটকাতে চেষ্টার কোনও ত্রুটি রাখছে না কলকাতা পুরসভা। এমনটাই জানিয়েছেন স্বাস্থ্য বিভাগের মেয়র পরিষদ তথা ডেপুটি মেয়র অতীন ঘোষ।

মশাবাহিত রোগ প্রতিরোধ করতে ফের ড্রোনের সাহায্য নিতে চলেছে কলকাতা পুরসভার স্বাস্থ্য বিভাগ। বুধবার বোরো ৩-এর সঙ্গে সমন্বয় বৈঠকের পর জানালেন ডেপুটি মেয়র তথা স্বাস্থ্য বিভাগের মেয়র পরিষদ অতীন ঘোষ। তিনি জানান মশাবাহিত রোগ প্রতিরোধ জন্য আগামী ৮ আগস্ট কলকাতা পুরসভায় মেয়র ফিরহাদ হাকিমের পৌরহিত্যে কেন্দ্র এবং রাজ্য সংস্থার জন্য একটি সমন্বয় বৈঠক ডাকা হয়েছে। যেখানে রাজ্যের বিভিন্ন দফতর এবং সংস্থার পাশাপাশি কেন্দ্রীয় সরকারি সংস্থাগুলিও থাকবে। ইতিমধ্যে পুরসভার স্বাস্থ্য বিভাগ সংশ্লিষ্ট বিভাগের সঙ্গে মশাবাহিত রোগ প্রতিরোধ করার জন্য বিগত এপ্রিল মাস কাজ করে আসছে। ইতিমধ্যে ১৬টি বোরোর মধ্যে ১৪টি বোরোর সঙ্গে বৈঠক হয়ে গিয়েছে। আগামী ২৬ এবং ৩০ জুলাই আরও দুটি বৈঠক হবে। তারপরে বোরো বৈঠকে শেষে কেন্দ্রীয় ভাবে পুরসভায় বৈঠক করবেন মেয়র ফিরহাদ হাকিম। সেই বৈঠকে এই বোরো ভিত্তিক বৈঠকের নির্যাস তুলে ধরে আলোচনা হবে বলে জানান ডেপুটি মেয়র তথা মেয়র পরিষদ অতীন ঘোষ। এদিন বোরো ৩-এর দফতরে পুরসভার সমস্ত বিভাগের আধিকারিকদের নিয়ে সমন্বয় বৈঠক করেন তিনি। বৈঠকে মশাবাহিত রোগ প্রতিরোধ-সহ একাধিক বিষয় নিয়ে আলোচনা হয়।

মেয়র পরিষদ স্বাস্থ্য বিভাগ অতীন ঘোষের দাবি, গত বারের তুলনায় এই বছর ম্যালেরিয়ার প্রবণতা প্রায় ৬৭ শতাংশ এবং ডেঙ্গির প্রবণতা প্রায় ৩৬ শতাংশ কম রয়েছে বলে জানান। প্রসঙ্গত, বোরো বৈঠকের রিপোর্ট কার্ডের ভিত্তিতে আগামী ৮ আগস্ট বৈঠকে কেন্দ্রীয় সরকারি সংস্থার এবং রাজ্য সরকারি সংস্থার সঙ্গে বৈঠকে চিহ্নিত সমস্যার সমাধান নিয়ে গুরুত্বপূর্ণ বৈঠক হতে চলেছে বলে জানালেন ডেপুটি মেয়র।

Related Articles