গুরু পূর্ণিমায় ধর্মরাজ পুজোর আয়োজন সিউড়িতে
Dharmaraj Puja is organized on Guru Purnima in Siuri

The Truth Of Bengal: সিউড়ি পৌরসভার ১৩চনম্বর ওয়ার্ডের অন্তর্গত চাঁদনীপাড়া এলাকায় গুরু পূর্ণিমার দিন প্রতিবছর পালন করা হয় যেখানে এই ধর্মরাজ পূজা উপলক্ষে ওই এলাকায় বিশাল মেলার আয়োজন করা হয়।
একদিনের এই সুযোগে ঘিরে সাজু সাজু রব সিউড়ির চাঁদনীপাড়া এলাকা প্রসঙ্গত ও প্রাচীন এই ধর্মরাজ মন্দির যেখানে এই গুরু পূর্ণিমার তিথিতে পূজিত করা হয় ধর্মরাজ যেখানে বিকেল নাগাদ ঢাক ঢোল বাদ্য যন্ত্র সহকারে একটি সুন্দর শোভাযাত্রা বের করা হয় সিউড়ির চাঁদনীপাড়া থেকে শুরু করে ওই এলাকায় তারপর ওই এলাকারই একটি জলাশয় ঘট ভরে পূজো দিয়ে আবার শোভাযাত্রা করে মন্দিরে নিয়ে এসে সারাদিন ধরে চলো পূজার।
এই পুজোকে ঘিরে চাঁদনীপাড়া এলাকা সহ সিউড়ির বিভিন্ন এলাকা থেকে মানুষ নিজ জমিয়েছে এছাড়াও মেলা বসায় ছুটির দিনে সকলে জমাচ্ছেন সেই চাকরি পাড়া এলাকায় একদিনের এই মেলাকে ঘিরে মিলন মেলা তৈরি হয়েছে। সিউড়ির চাঁদনীপাড়া এলাকা প্রতিবছর এই পুজো মালাকার পরিবাররা করে আসছেন বলে জানান। দীর্ঘ ৫০০ বছরের যা গুরু পূর্ণিমা তিথিতে পূজিত করা হচ্ছে বাবা ধর্মরাজের।