কলকাতা

মমতার সঙ্গে দেখা করতে কালীঘাটে সপা সুপ্রিমো অখিলেশ যাদব

SP supremo Akhilesh Yadav at Kalighat to meet Mamata

The Truth of Bengal: কালীঘাটে মমতা বন্দ্যোপাধ্যায়ের বাড়িতে গেলেন সমাজবাদী পার্টির সুপ্রিমো অখিলেশ যাদব। বিমানবন্দরে নেমে তিনি সোজা চলে যান মমতার কালীঘাটের বাড়িতে। তাঁর সঙ্গে আছেন সপা নেতা কিরণময় নন্দ। বেলা ১১টা ৫০ মিনিট নাগাদ তিনি বিমানবন্দরে নামেন। সেখানে থেকে তিনি সোজা মমতা বন্দ্যোপাধ্যায়ের কালীঘাটের বাড়ির দিকে রওনা দেন। বিমানবন্দরে তাঁদের স্বাগত জানাতে উপস্থিত ছিলেন তৃণমূলের রাজ্যসভার সাংসদ ডেরেক ও’ব্রায়েন। তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে বরাবরই দারুণ সম্পর্ক অখিলেশের। দলের অন্যতম বড় এই কর্মসূচিতে যোগ দেওয়ার জন্য মমতা বন্দ্যোপাধ্যায়ের আমন্ত্রণ জানা অখিলেশ যাদবকে। তাঁর আমন্ত্রণে কলকাতায় আসেন অখিলেশ। সভা শেষে মমতা –অভিষেকের বিশেষ বৈঠক হওয়ার কথা আছে বলে জানা যাচ্ছে।

এদিন নির্দিষ্ট সময়ের কিছুটা আগে অভিষেক বন্দ্যোপাধ্যায়। সভাস্থলে পৌঁছে হাঁটু গেড়ে মাটিতে কপাল ঠেকিয়ে শহিদদের উদ্দেশে শ্রদ্ধার্ঘ নিবেদন করেন তিনি।  দুপুর ১২টা থেকে সভা শুরু হওয়ার কথা। অভিষেক সভাস্থলে পৌঁছলেন নির্দিষ্ট সময়ের ১০ মিনিট আগেই। প্রথমে শহিদবেদিতে ফুল দিয়ে শ্রদ্ধাজ্ঞাপন করলেন। বেদির সামনে রাস্তায় হাঁটু গেড়ে বসে মাটিতে মাথা ছুঁইয়ে প্রণাম জানালেন। তার পরে উঠলেন ২১ জুলাইয়ের মঞ্চে।

শনিবারও সল্টলেকের সেন্ট্রাল পার্ক, কসবার গীতাঞ্জলি স্টেডিয়ামের মতো জায়গাগুলিতে অভিষেক বন্দ্যোপাধ্যায়। যেখানে দু’দিন আগে থেকে উত্তরবঙ্গ, জঙ্গলমহল-সহ দূরবর্তী জেলার কর্মী-সমর্থকেরা এসে ছিলেন। প্রতিবার এটা করেন অভিষেক। শহিদ দিবসের সভা শুরুর আগে এক্স হ্যান্ডেলে পোস্ট তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। তিনি লেখেন, ‘বাংলার মানুষ বার বার বাংলা-বিরোধীদের দেখিয়ে দিয়েছেন, কোনও অবস্থাতেই তাঁরা নত হবেন না, কারও সামনে আত্মসমর্পণ করবেন না। বাংলার মানুষকে ধন্যবাদ।‘

Related Articles