বাড়ি বসেই পেয়ে যাবেন ‘পুলিশ ক্লিয়ারেন্স সার্টিফিকেট’, জনগণের সুবিধার্থে নয়া উদ্যোগ রাজ্য সরকারের
You will get 'Police Clearance Certificate' at home, a new initiative of the state government for the convenience of the people

The Truth Of Bengal : চাকরি প্রার্থীদের সুবিধার জন্য পুলিশ ক্লিয়ারেন্স সার্টিফিকেট পাওয়ার জন্য চালু করা হল অনলাইন পোর্টাল।পশ্চিমবঙ্গ পুলিশের সদর ভবানী ভবন থেকে ডিজিটাল মাধ্যমের এই নতুন পদ্ধতির সূচনা হয়। এর আগে কলকাতা পুলিশ কমিশনারেটও বিধাননগর পুলিশ কমিশনারেট এই অনলাইন পদ্ধতিতে এই ক্লিয়ারেন্স সার্টিফিকেট পাওয়া যেত। ম্যানুয়ালের জায়গায় এই অনলাইন পদ্ধতি তাঁদের সুবিধা হবে বলে চাকরিপ্রার্থীদের অভিমত।
সরকারি চাকরি পাওয়ার জন্য প্রয়োজন হয় পুলিশ ক্লিয়ারেন্স সার্টিফিকেট। দেশ-বিদেশে চাকরি পাওয়ার জন্য এই শংসাপত্রের প্রয়োজন লাগে। যার জন্য এতদিন থানায় ছুটতে হত,এখন অনলাইন পোর্টালে আবেদন করলেই সেই সুরাহা মিলবে।আগে এই সার্টিফিকেটের জন্য ছুটতে হত থানা বা পুলিশ সুপারের অফিসে। এবার একেবারে বাড়িতে বসেই মাত্র কয়েক দিনের মধ্যেই হাতে পাওয়া যাবে পুলিশ ক্লিয়ারেন্স সার্টিফিকেট। এবার অনলাইনে আবেদন করার পাশাপাশি শংসাপত্র পাওয়া যাবে। শুক্রবার থেকে অনলাইনে এই পরিষেবা চালু করল পশ্চিমবঙ্গ পুলিশ।
আই জি ট্রাফিক আরও জানিয়েছেন, পি সি সি বা পুলিশ ক্লিয়ারেন্স সার্টিফিকেটের জন্য আর থানায় গিয়ে আবেদন করার প্রয়োজন নেই। অনলাইনে আবেদন করলে ঘরে বসেই পাওয়া যাবে পুলিশ ক্লিয়ারেন্স সার্টিফিকেট।কলকাতা ও বিধাননগর কমিশনারেট এলাকায় অনেকদিন আগেই এই পরিষেবা চালু হলেও রাজ্যের অন্যান্য জেলার ক্ষেত্রে নাগরিকদের সশরীরে থানায় গিয়ে আবেদন করতে হত। শুক্রবার থেকে বদলে গেল সেই নিয়ম। গোটা রাজ্যেই এবার থেকে পিসিসি-র জন্য অনলাইনে আবেদন করা যাবে। ন্যূনতম ৭২ ঘণ্টা থেকে সর্বোচ্চ ৭ দিনের মধ্যে অনলাইনে পিসিসি ইস্যু হয়ে যাবে। হাতে পেয়ে যাবেন সার্টিফিকেট। আগের তুলনায় অনেক কম সময়ে সেই সার্টিফিকেট পাওয়া যাবে বলেই দাবি পুলিশ কর্তাদের। এর জন্য ৩০০ টাকা অনলাইনে জমা করতে হবে।
পশ্চিমবঙ্গ সরকার এবং পশ্চিমবঙ্গ পুলিশের যৌথ উদ্যোগে পশ্চিমবঙ্গের সাধারণ মানুষের জন্য পুলিশ ক্লিয়ারেন্স সার্টিফিকেট অনলাইন মাধ্যমে চালু করা হলো। PCC.WB.gov.in এবং পশ্চিমবঙ্গ পুলিশের ওয়েবসাইটেও এই ওয়েবসাইটের লিঙ্ক শেয়ার করা রয়েছে পশ্চিমবঙ্গ বা পশ্চিমবঙ্গের বাইরে থেকেও এই আবেদন করা যেতে পারে অনলাইন মাধ্যমেই । অনলাইন মাধ্যম শুরু করা হলেও ম্যানুয়াল মাধ্যমও সমান্তরাল ভাবে থাকছে । পাসপোর্ট এর ক্ষেত্রেই নয় বিদেশে কাজ করতে যাওয়ার জন্য এই সার্টিফিকেট প্রয়োজন হয়।