নাম না করে ‘ঈশ্বরের বরপুত্র’ মোদিকে আক্রমণ করলেন আরএসএস প্রধান মোহন ভাগবত
RSS chief Mohan Bhagwat attacked 'son of God' Modi without naming him

The Truth of Bengal: আর এস এস প্রধান মোহন ভাগবত একটি কর্মী সভার মঞ্চ থেকে বক্তব্য রাখছিলেন। ঝাড়খণ্ডের গুমলায় আরএসএস-এর সমাবেশ ছিল। ওই সমাবেশ থেকে কার্যত টার্গেট করেন দেশের প্রধানমন্ত্রীকে। তবে একবারের জন্য অবশ্য মুখে নাম আনেননি। এদিন মোহন ভাগবত প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির ‘ভগবান’ হয়ে ওঠা নিয়ে কটাক্ষ করেছেন বলেই মত ওয়াকিবহাল মহলের। লোকসভা নির্বাচনের ভরা ভোট বাজারে নিজেকে ‘ভগবানের বরপুত্র’ বলে প্রচারে এনেছিলেন মোদি। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি নিজেকে ‘নন বায়োলজিক্যাল’ বলে নিজেকে তুলে ধরেছিলেন। এমনকি মোদির কন্ঠে শোনা গিয়েছিল ৪০০ আসন পার করার কথা। ভোটের ফলাফলে মোদির সেই স্বপ্নপূরণ হয়নি। বিজেপি একক সংখ্যাগরিষ্ঠতা লাভ করতে পারেনি। পরীক্ষার দল গুলির ওপর ভরসা করে সরকারে থাকতে হচ্ছে নরেন্দ্র মোদিকে। যখন তখন সরকার ভেঙে যাওয়ার আশঙ্কা থাকছেই। এইরকম এক রাজনৈতিক প্রেক্ষাপটে নাম না করে নরেন্দ্র মোদিকে বিঁধলেন আরএসএস প্রধান মোহন ভাগবত।
নিজেকে ‘ঈশ্বরের বরপুত্র’ বলে ঘোষণা করেছিলেন নরেন্দ্র মোদি।লোকসভা নির্বাচনে ৪০০পারের স্বপ্ন সওয়ারি করেছিলেন প্রধানমন্ত্রী নির্বাচনের ফলাফলে ৪০০ পারের স্বপ্ন মুখ থুবড়ে পড়ে নাম না করে নরেন্দ্র মোদির এই আত্মপ্রচারকে কটাক্ষ আর এস এস প্রধানের। নাম না করে নরেন্দ্র মোদিকে বিঁধলেন আরএসএস প্রধান মোহন ভাগবত কটাক্ষ করলেন মানুষের। ‘ভগবান’ হতে চাওয়া নরেন্দ্র মোদির উচ্চাকাঙ্ক্ষাকে
‘ কিছু মানুষ নিজেদের সুপারম্যান, দেবতা, ভগবান ভেবে নেন’, কটাক্ষ মোহন ভাগবতের
‘কেউ কেউ প্রথমে নিজেকে অলৌকিক শক্তিসম্পন্ন সুপারম্যান ভাবতে শুরু করেন’
‘সেখানেই না থেমে নিজেকে দেবতা হতে চান, তারপর ভগবান’ রাজনৈতিক ওয়াকিবহাল মহলের একাংশের মতে, লোকসভা নির্বাচনের প্রচারে নরেন্দ্র মোদি এবং অমিত শাহ আরএসএসকে গুরুত্ব না দিয়ে নিজেদের মহিমা প্রচার করতে চেয়েছিলেন। নিজেদের শক্তিমান হিসেবে জাহির করতে চেয়েছিলেন।
তাদের ক্ষমতায় ৪০০ আসন পার করার হুঙ্কার ছুঁড়েছিলেন। আরএসএসকে এক প্রকার গুরুত্বহীন করে রাখতে চেয়েছিলেন তাঁরা। ভোটের ফলাফল তাদের সেই স্বপ্ন পূরণে কার্যকর ভূমিকা নেয় নি। দেশের বিভিন্ন প্রান্ত থেকে এই নিয়ে তাঁদের দিকে ধেয়ে আসছে শক্তিশেল। আরএসএস প্রধান যে ভাষায় বক্তব্য রাখলেন কার্যত প্রধানমন্ত্রীকে চ্যালেঞ্জ করলেন বলেই মত রাজনৈতিক ওয়াকিবহাল মহলের। সেই সঙ্গে নরেন্দ্র মোদির ‘ভগবান’ হয়ে ওঠা নিয়েও তীব্র কটাক্ষ ছুড়ে দিলেন।