রাজ্যের খবর

২৫ লিটার জল ঠান্ডা হবে ১০ মিনিটে, মিনি ফ্রিজ বানালেন দুই ইলেকট্রিক মিস্ত্রি

Mini fridge made by two electricians

The Truth of Bengal: পুরনো কম্প্রেসার দিয়ে বানিয়ে ফেললেন ফ্রিজ। দুই ইলেকট্রিক মিস্ত্রি বন্ধুর এই আবিষ্কারে খরচ পড়েছে মাত্র চার হাজার টাকা। গরমে দোকানে কাজ করতে হয়। জল ঠাণ্ডা রাখার ভাবনা থেকে নদিয়ার পেশায় ইলেকট্রিক মিস্ত্রি রাহুল এবং মিলন মণ্ডল নামে দুই বন্ধু বানিয়ে ফেলেন এই ফ্রিজ। ভবিষ্যতে আরও উন্নততর ফ্রিজ বানানোর পরিকল্পনা আছে তাঁদের।

দাম পড়বে মাত্র চার হাজার টাকা। এই টাকায় পাবেন রেফ্রিজারেটর। এত কম দামের রেফ্রিজারেটর বানিয়ে তাক লাগিয়ে দিলেন দুই ইলেকট্রিক মিস্ত্রি। ওই ফ্রিজে জল ধরবে প্রায় ২৫ লিটার। ঠান্ডা হবে মাত্র ১০ মিনিটে। গরমে নিজেদের দোকানে কাজ করতে বেজায় কষ্ট হচ্ছিল নদিয়ার পেশায় ইলেকট্রিক মিস্ত্রি রাহুল এবং মিলন মণ্ডল নামে দুই যুবকের। সারাদিন ধরে কাজ করার জন্য এই গরমে একমাত্র ভরসা ঠান্ডা জল। তবে বাড়ি থেকে আনা জল সূর্যের তাপে হয়ে যাচ্ছিল গরম। এরপরই তাঁরা ঠিক করেন কিছু একটা করতে হবে। তবে বাজারে ফ্রিজের যা দাম  তা কিনে দোকানে আনার সামর্থ্য তাঁদের ছিল না। আর সেই কারণেই দোকানে পড়ে থাকা পুরনো একটি কম্প্রেসার দিয়ে নিজেদের কাজের ফাঁকে ফাঁকে ১৫ থেকে ২০ দিনে দুই বন্ধু মিলেই বানিয়ে ফেললেন একটি ফ্রিজ।

বাজারে যে সমস্ত ফ্রিজ পাওয়া যায় তার ভেতরে যাবতীয় যা সরঞ্জাম থাকে সবই রয়েছে এই ফ্রিজে। এই মিনি ফ্রিজের উচ্চতা ২৮ ইঞ্চি এবং প্রস্থে ১৮ ইঞ্চি। প্রায় ২৫ লিটারের মতো জল রাখা যাবে এই ফ্রিজে। ১০ মিনিটের মধ্যে জল ঠান্ডা করে বিদ্যুৎ সংযোগ অটোমেটিক বন্ধ হয়ে যাবে। সেই কারণে বিদ্যুৎ খরচাও যথেষ্টই কম হবে বলে দাবি করছেন ফ্রিজ প্রস্তুত কারক পেশায় ইলেকট্রিক মিস্ত্রি রাহুল মণ্ডল।

বাজারে এই সাইজের ফ্রিজের দাম অনেক বেশি। সেই তুলনায় অনেক দামে ফ্রিজ বানিয়ে ফেললেন দুই যুবক। এখন বেশিরভাগ মানুষেরই ঘর অনেক ছোট তাই সেখানে জায়গাও কম। সেক্ষেত্রে এই ফ্রিজটি ছোট হওয়ায় ঘরের কোনায় রাখা যাবে। হালকা হওয়ার কারণে যেখানে খুশি নিয়ে যাওয়া যাবে। ভবিষ্যতে আরও উন্নততর ফ্রিজ বানানোর পরিকল্পনা আছে ইলেকট্রিক মিস্ত্রি দুই বন্ধুর।

Related Articles