অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা রাজশাহী বিশ্ববিদ্যালয়, হল খালি করার নির্দেশ পড়ুয়াদের
Rajshahi University announced to be closed indefinitely

The truth of Bengal: বুধ বার অনির্দিষ্ট কালের জন্য রাজশাহী বিশ্ববিদ্যালয় বন্ধ ঘোষণার সিদ্ধান্ত নেওয়া হল । দুপুর ১২ টার মধ্যে হল খালি করার নির্দেশ দেওয়া হল। গতকাল দেড় ঘণ্টার সভায় বিশ্ববিদ্যালয় বন্ধ ও হল খালি করার এই চূড়ান্ত সিদ্ধান্ত্ নেওয়া হয় ও পরবর্তীতে এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য অবহিত করা হয়। বিজ্ঞপ্তিতে স্পষ্ট করে বলা আছে, নিরাপত্তার কথা মাথায় রেখে শিক্ষাক্ষেত্রে সব কার্যক্রম আপাতত স্থগিত রাখার এহেন সিদ্ধান্ত সরকারের।আগে ছাত্রলীগের নেতাদের হামলার আতঙ্কে তড়িঘড়ি হল ছেড়েছেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা ।
অভিযোগ ছিল, ছাত্রলিগ নেতারা হামলা চালাতে পারে । এরপর পরিকল্পনা মাফিক ছাত্রলীগনেতা্ কর্মীরা ক্যাডারবাহিনি নিয়ে ছাত্র আবাসিক হলে হামলা চালায়। তাই অতীতের এই হামলা থেকে থেকে শিক্ষা নিয়ে নিরাপত্তার কথা ভেবে বিশ্ববিদ্যালয় বন্ধের এরকম সিদ্ধান্ত নেওয়া হয়েছে। পরবর্তী নির্দেশ না পাওয়া অবধি এই সিদ্ধান্ত বহাল রাখল বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। রাজশাহী মহানগরের সব ছাত্রাবাস, ছাত্রীনিবাস আজ দুপুর ১২ টার মধ্যে হল ছাড়ার নির্দেশ দেয় মহানগর রাজশাহী মেস মালিক সমিতি। এতে মহানগর মেস মালিক সমিতির সভাপতি মোঃ এনায়েতুর রহমান , সাধারণ সম্পাদক এ এস এম ওমর শরীফ ও যুগ্ম সাধারণ সম্পাদক কায়সার আহমেদের সই রয়েছে। আন্দোলনের সুত্রপাত ,সরকারী চাকরিতে কিছু ক্ষেত্রে সংস্কারের দাবি ,এরপর শুরু হয় সংঘর্ষ ।
অপরদিকে ,সরকারী চাকরিতে কিছু ক্ষেত্রে সংস্কারের দাবিতে আন্দোলনকারীরা সভা ডেকেছে। ইতিমধ্যে জানা যাচ্ছে কেউ কেউ হল ছাড়ছেন আবার অন্যদিকে আন্দোলনকারীরা মাইকিং করে শিক্ষার্থীদের হল ছাড়তে নিষেধাজ্ঞা দিচ্ছে। সবমিলিয়ে রাজশাহী জুড়ে আঁটসাঁটও নিরাপত্তার জারী রইল।