রাজ্যের খবর

ডোমজুড়ে চুরির অপবাদে একই পরিবারের তিনজনের মাথার চুল কেটে শাস্তি, গ্রেফতার ২

3 people from the same family were punished by cutting their heads for theft allegations, 2 were arrested

The Truth Of Bengal,হাওড়া: চুরির অপবাদে একটি পরিবারের তিনজনকে আটকে রেখে মাথার চুল কেটে দেবার অভিযোগ উঠলো।হাওড়ার ডোমজুর থানার অন্তর্গত কোরোলা এলাকার ঘটনা।ইতিমধ্যেই সেই ভিডিও ভাইরাল।ওই পরিবার সূত্রে জানা গেছে তাদের মেয়ে কোরোলা এলাকায় এক ব্যবসায়ীর বাড়িতে পরিচারিকার কাজ করতো।

সূত্রের খবর, মেয়ের বিরুদ্ধে চুরির অভিযোগ আনেন ওই ব্যবসায়ী।ওই মেয়েটির বাবা মা ও ভাইকে বাড়িতে ডেকে পাঠানো হয় হপ্তাখানেক আগে।সেখানেই তাদের তিনজনকে আটকে রেখে মারধর করে মাথার চুল কেটে নেওয়া হয় বলে অভিযোগ।এই ঘটনার পর আতঙ্কিত ওই তিনজন অন্য জায়গায় একটি ভাড়া বাড়িতে আশ্রয় নিয়েছেন।ভয়ে পুলিশে অভিযোগ জানাতে চাননি।

পুলিশ সূত্র মারফত জানা যাচ্ছে ডোমজুড়ের ঘটনায় ইতিমধ্যেই দুই জন অভিযুক্তকে গ্রেফতার করেছে ডোমজুড় থানার পুলিশ।যারা আক্রান্ত তাদের বয়ান রেকর্ড হচ্ছে এবং পুলিশ ইতিমধ্যেই শুওমোটো মামলা শুরু করেছে।বাকি অভিযুক্তদের বিরুদ্ধেও ব্যবস্থা নেওয়া হবে।

Related Articles