রাজ্যের খবর

রাজ্য পুলিশের ডিজি পদে ফিরলেন রাজীব কুমার

Rajeev Kumar returned to the post of DG of State Police

The Truth of Bengal: রাজ্য পুলিশের ডিজি পদে ফিরলেন রাজীব কুমার। এই মর্মে নবান্ন থেকে নির্দেশিকা জারি হয়েছে। নবান্ন সূত্রে খবর, এই অর্ডারের স্বাক্ষর করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। দমকলের ডিজি পদে ফেরানো হল সঞ্জয় মুখোপাধ্যায়কে। ডিজি পদের পাশাপাশি তথ্যপ্রযুক্তি দফতরের সচিবও থাকছেন তিনি। এই মুহূর্তে উত্তরবঙ্গে রয়েছেন রাজীব কুমার। কলকাতায় ফিরেই তিনি দায়িত্বভার বুঝে নিচ্ছেন বলে খবর। লোকসভা নির্বাচন ঘোষণার পর পরেই রাজীব কুমারকে ডিজি পদ থেকে সরিয়ে দেওয়া হয়েছিল। নির্বাচন কমিশনের পক্ষ থেকে তাঁকে সরিয়ে দেওয়া হয়। বিরোধী রাজনৈতিক দল বিজেপি, সিপিএম, কংগ্রেস সহ অন্যান্যরা রাজীব কুমারের বিরুদ্ধে কমিশনে একাধিক নালিশ জানায়। বিজেপির অভিযোগ ছিল রাজ্যের শাসক দলের সঙ্গে বোঝাপড়া রয়েছে রাজীব কুমারের।

তিনি ডিজি পদে থাকলে নির্বাচন নিরপেক্ষ হতে পারে না। নির্বাচন কমিশনের পক্ষ থেকে ডিজি পদ থেকে সরিয়ে দেওয়া হয়েছিল তাঁকে। লোকসভা নির্বাচনের ফলাফল প্রকাশিত হয় ৪ জুন। নির্বাচনের ফলাফল ঘোষিত হওয়ার দেড় মাসের মধ্যেই তাঁকে পুরনো পদে বহাল করা হল। দক্ষ পুলিশ অফিসার হিসেবে পরিচিতি রয়েছে রাজীব কুমারের। আবারও তাঁকে রাজ্য পুলিশের প্রধান পদে ফিরিয়ে আনলেন মমতা বন্দ্যোপাধ্যায়। অন্যদিকে নির্বাচন কমিশনের পক্ষ থেকে সঞ্জয় মুখোপাধ্যায়কে ডিজি পদে বসানো হয়েছিল। তাঁকে তার পুরনো জায়গায় ফিরিয়ে আনা হল।

সন্দেশখালির পরিস্থিতি সামাল দিতে বিশেষ ভূমিকা পালন করেছিলেন রাজীব কুমার। একাধিকবার তিনি ঘটনাস্থলে পৌঁছান। তার নেতৃত্বেই সন্দেশখালিতে ফিরে আসে শান্তি। সন্দেশখালি অন্যতম অভিযুক্ত শেখ শাহজাহান গ্রেপ্তার হন রাজীব কুমারের নেতৃত্বে বিশেষ অভিযানে। রাজ্যের একাধিক এলাকায় বড়সড় ঘটনার সামাল দিতে রাজীব কুমারের বিশেষ ভূমিকা ছিল। রাজ্যের আইনশৃঙ্খলা স্বাভাবিক রাখতে রাজীব কুমার এর মত দক্ষ অফিসারকেই ফের ডিজি পদে ফিরিয়ে আনলেন মুখ্যমন্ত্রী।
*রাজ্য পুলিশের ডিজি পদে ফিরলেন রাজীব কুমার
এই মর্মে নির্দেশিকা জারি নবান্নের
*পাশাপাশি তথ্যপ্রযুক্তি দফতরের সচিবও থাকছেন
*দমকলের ডিজি পদে ফেরানো হল সঞ্জয় মুখোপাধ্যায়কে
*নির্বাচনের সময় ডিজি পদ থেকে সরানো হয় রাজীব কুমারকে
*ওই পদ থেকে তাঁকে সরিয়ে দিয়েছিল নির্বাচন কমিশন
*এই মুহূর্তে উত্তরবঙ্গে রয়েছেন রাজীব কুমার
*ডিজি পদে ফেরানোর অর্ডারে স্বাক্ষর করেছেন মুখ্যমন্ত্রী

Related Articles