দেশ

‘কংগ্রেসের ভুল করছি আমরা’, নিতিন গড়করির বক্তব্য নিয়ে চর্চা তুঙ্গে

Nitin Gadkari's statement, 'We are making a mistake of the Congress', has intensified

The Truth Of Bengal : ‘কংগ্রেস যা করেছিল সেটাই যদি আমরা করে যাই, তা হলে ওদের বিদায় করে আমাদের আনার অর্থ কী?’ কেন্দ্রে নিজেদের সরকার প্রসঙ্গে এই কথা বলতে শোনা গেল কেন্দ্রীয় মন্ত্রী নিতিন গড়কড়িকে। যিনি আবার মোদি-শাহের বিরোধী শিবিরের বলে পরিচিত। গোয়ায় দলের এক বৈঠকে নিতিন গড়কড়িকে বলতে শোনা যায়, ‘‘যদি আমরা কংগ্রেসের মতো একই ভুল করি, তা হলে কংগ্রেসকে সরিয়ে আমাদের আনার অর্থ কী? আগামী দিনে পার্টির কর্মীদেরও বুঝতে হবে, রাজনীতি একটা মাধ্যম, যার সাহায্যে সামাজিক ও আর্থিক সংশোধন করা সম্ভব।‘ এই কথা বলার পর দেশ থেকে দুর্নীতি দূর করার ডাক দিয়েছেন তিনি।

আরএসএস-এর অত্যন্ত কাছের হিসেবে পরিচিত নিতিন গড়কড়ি। কেন্দ্রের গুরুত্বপূর্ণ মন্ত্রী হলেও যার সঙ্গে মোদি ও অমিত শাহের সম্পর্ক খুব একটা ভাল নয় বলে জানে দেশ। সেই নিতিন গড়কড়ির এই কথা নিয়ে স্বাভাবিক ভাবেই চর্চা শুরু হয়েছে। রাজনৈতিক মহল মনে করছে, গডকড়ির মাধ্যমে পরোক্ষে মোদি-শাহ জুটিকে কড়া বার্তা দিয়েছে সংঘ পরিবার।

শুধু কংগ্রেস আমলের সঙ্গে নিজেদের আমলের প্রসঙ্গ তুলে চুপ থেকেননি গড়কড়ি। বিজেপি-শাসিত গোয়ায় দাঁড়িয়ে কেন্দ্রের সরকারের একাধিক বিষয় নিয়ে দলকে সতর্ক করেছেন। নরেন্দ্র মোদি আমলে দেশে জাতপাতের বিভাজন বাড়ছে বলে বারবার অভিযোগ উঠেছে। সাম্প্রদায়িক সম্প্রীতি বিঘ্ন ঘটেছে। দলের কর্মীদের সামনে এই বিষয়টি নিয়েও গডকড়িকে বলতে শোনা যায়, জাত নিয়ে যারা রাজনীতির কথা বলবে তাদের জায়গা হবে না দলে। গড়কড়ির পুরো বক্তব্য কেন্দ্রের মোদি-শাহ জুটিকে নিশানা করে বলে মনে করছে রাজনৈতিক মহল। সংঘ পরিবারের অনুমোদনে দল সম্পর্কে এমন কথা বলেছেন গড়কড়ি।

Related Articles