দেশ

পশ্চিমবঙ্গ সহ দেশের ৭ টি রাজ্যে উপনির্বাচনে ‘ইন্ডিয়া’ জোটের জয়জয়াকার, ধরাশায়ী গেরুয়া শিবির

In the by-elections in 7 states of the country, including West Bengal, 'India' alliance wins, Kanhasayi Gerua camp.

The Truth Of Bengal: পশ্চিমবঙ্গ সহ দেশের ৭ টি রাজ্যে অনুষ্ঠিত হয়েছিল উপনির্বাচন। মোট ১৩ টি বিধানসভা কেন্দ্রে উপনির্বাচন অনুষ্ঠিত হয় গত ১০ জুলাই। পশ্চিমবঙ্গ সহ সবকটি রাজ্যের উপনির্বাচনের ফলাফল ঘোষিত হয় শনিবার।
উপনির্বাচনে ফলাফলে চরম বিপর্যয় গেরুয়া শিবিরের। ‘ইন্ডিয়া’ জোটের জয়জয়কার এই উপনির্বাচনের ফলাফলে। সদ্য সমাপ্ত লোকসভা নির্বাচনে ‘ইন্ডিয়া’ জোট বিজেপির ঘাড়ে নিশ্বাস ফেলেছে। আর উপনির্বাচনের ফলাফলে বিজেপিকে ধরাসায়ী করে দিয়েছে ইন্ডিয়া।

দেশজুড়ে বিজেপি বিরোধী হাওয়া আরও জোরদার হল।দেখা গেল ৭রাজ্যের ১৩টি বিধানসভা আসনের মধ্যে ১০টিতে জয়ী হয়েছেন ‘ইন্ডিয়া’ জোটের মনোনীত প্রার্থীরা। বাংলা থেকে পঞ্জাব,হিমাচল প্রদেশ,উত্তরাখণ্ড, তামিলনাড়ু, সর্বত্র বিজেপি বিরোধী শিবিরের প্রার্থীরা জিতেছেন। দুটি আসনে কোনওমতে মুখ রক্ষা হয়েছে কেন্দ্রের শাসক শিবিরের। মধ্যপ্রদেশের একটি আসনে জয়লাভ করেছে বিজেপি প্রার্থী। বিহারের একটি আসনে এনডিএ শরিক জনতা দল ইউনাইটেডের প্রার্থী জয়ী হয়েছেন। ১টিতে জয় পেয়েছে নির্দল প্রার্থী। বাকি দশটি আসনে জয়লাভ করেছেন ‘ইন্ডিয়া’ জোটের বিভিন্ন দলের প্রার্থীরা।লোকসভায় অযোধ্যায় ধাক্কা খেয়েছিল বিজেপি। এবার মন্দিরনগরী বদ্রীনাথে গেরুয়া শিবির ধরাশায়ী হওয়ায় প্রশ্নের মুখে ধর্ম নিয়ে বিদেপির রাজনীতি। পশ্চিমবঙ্গের চারটি বিধানসভা কেন্দ্রে উপনির্বাচন অনুষ্ঠিত হয়। এর মধ্যে ২০২১ এর বিধানসভা ভোটে তিনটি আসন বিজেপির দখলে ছিল। সেই তিনটি আসনেই বিজেপি পরাজিত হয়েছে।

শনিবার ইভিএম খোলার পর থেকেই সারা দেশের উপনির্বাচন অনুষ্ঠিত হওয়া আসন গুলিতে বিজেপি তথা এনডিএ জোটের প্রার্থীরা পিছিয়ে পরেন। যেখানে ‘ইন্ডিয়া’ যেতে ঝুলিতে যায় ১০টি আসন অন্যদিকে শাসকজোট এনডিএ-র ঝুটির ঝুলিতে যায় মাত্র ২টি আসন। তৃণমূল সুপ্রিয় মমতা বন্দ্যোপাধ্যায় এই প্রসঙ্গে বলেন, সারা দেশেই বিজেপি বিরোধী হওয়া অব্যাহত।

Related Articles