শিল্পী সত্তাকে বাঁচিয়ে রাখতে মুদি দোকানেই রং তুলিতে মনের ভাবনা ফুটিয়ে তুলছেন সুমন
To keep his artistry alive, Suman paints his thoughts at the grocery store

The Truth of Bengal: পেটের দায়ে দোকান চালালেও শিল্পী সত্তাকে ভুলতে পারেননি উত্তরপাড়ার সুমন মোদক। রাস্তার ধারে বসেই মনের ভাবনা ফুটিয়ে তুলছেন রং তুলিতে। তাঁর পোর্ট্রেটে জায়গা পাচ্ছে সিনে সুপারস্টার থেকে বিশিষ্ট সঙ্গীতশিল্পী। আর্থিক সমস্যা,অনটন সবকিছুকে পিছনে ফেলে মনের জেদ নিয়েই নিত্যদিন শিল্পকর্ম করেন হুগলির বছর ২৫-এর যুবক।
শিল্পসৃষ্টির আলাদা আনন্দ রয়েছে। সেই আনন্দ যাঁরা পেয়েছেন তাঁরা কোনওদিন রং-তুলির জগতকে ভুলতে পারেন না।রং তুলির রঙিন সৃষ্টিতে যে সীমাহীন আনন্দ আছে তা একমাত্র শিল্পীরাই বোঝেন। যেমন বোঝেন,উত্তরপাড়ার সুমন মোদক। উত্তরপাড়া বাজার এলাকায় জি টি রোড এর ওপরেই রয়েছে তাঁর দোকান, যেখানে বসে দোকানদারির সঙ্গে নিজের স্বপ্নকে বাস্তবায়ন করছেন বছর ২৫ এর যুবক। একদিকে দোকান চালানো অন্যদিকে নিজের শিল্পী সত্তা কে ধরে রাখা। সব্যসাচীর মতো দুহাতে দুদিক সামলাচ্ছেন সৃষ্টি সুখের উ্ল্লাসে মেতে থাকা সুমন।
মুদির দোকানে বসেই একের পর এক ছবি এঁকে চলেছেন চলেছে সুমন মোদক। বৃদ্ধ বাবার দোকান সামলানোর সঙ্গে নিজের স্বপ্ন পূরণের প্রস্তুতি দুই কাজে চলছে। সিনে দুনিয়ার সুপার স্টার থেকে, ক্রিকেট জগতের তারকা কিংবা বিশিষ্ট সঙ্গীতশিল্পী সকলেরই অনবদ্য পোর্ট্রেট ছবি আঁকেন সুমন মোদক। ছোট থেকেই আঁকার প্রতি তার বিশেষ আগ্রহ। ছবি আঁকার জন্য পড়াশোনায় ক্ষতি হবে ভেবে বাড়িতে কথাও ওঠে। এক সময় বাড়ির নির্দেশেই তাকে ছাড়তে হয়েছিল ছবি আঁকা। সেই থেকে জেদ ধরেছিলেন বড় হয়ে তিনি নিজেরা ছবি আঁকার স্কুল খুলবেন যেখানে যারা ছবি আঁকা শিখতে ইচ্ছুক তারা বিনামূল্যেই তাদের অঙ্কন শিক্ষা নিতে পারবে। সেই স্বপ্ন পূরণের পথে এখন সুমন।
বাবা গৌতম মোদকের একটি মুদিখানার দোকান রয়েছে উত্তরপাড়া জয় কৃষ্ণ লাইব্রেরীর ঠিক বিপরীতে। সেখানে মুদিখানার সামগ্রীর সঙ্গে বিক্রি হয় সুমনের হাতে আঁকা পোট্রেট ছবি সবার নজরকাড়ে।তাই ব্যবসার সঙ্গে শিল্পের এই সাধনা সবমহলের কাছে আলাদা ছাপ রাখছে।