রাজনীতিরাজ্যের খবর

কয়েক ঘণ্টার অপেক্ষা! আজ চার কেন্দ্রের উপনির্বাচনের ফলাফল

Results of by-elections of four centers today

The Truth Of Bengal: রাজ্যের চারটি বিধানসভা কেন্দ্রের উপনির্বাচন অনুষ্ঠিত হয় গত মঙ্গলবার। আজ এই চারটি কেন্দ্রের উপনির্বাচনের ফলাফল ঘোষিত হবে। কলকাতার মানিকতলা, উত্তর ২৪ পরগনা জেলার বাগদা, নদিয়ার রানাঘাট দক্ষিণ ও উত্তর দিনাজপুরের রায়গঞ্জ বিধানসভা কেন্দ্রে উপনির্বাচন অনুষ্ঠিত হয়েছে। প্রহর গুনছেন সাধারণ মানুষ ফল জানার অপেক্ষায়। এই চার বিধানসভা কেন্দ্রের ফলাফল কী হতে পারে তাই নিয়ে শুরু হয়েছে চর্চা। কত বিধানসভা নির্বাচনে এই চারটি কেন্দ্রের মধ্যে তিনটি বিজেপির দখলে ছিল। একমাত্র মানিকতলা বিধানসভা কেন্দ্রটি তৃণমূল দখল করে। মানিকতলা কেন্দ্র থেকে বিজয়ী হন সাধন পান্ডে। এই কেন্দ্রে উপনির্বাচনে তৃণমূলের প্রার্থী হয়েছিলেন প্রয়াত সাধন পান্ডের স্ত্রী সুপ্তি পান্ডে। অন্যদিকে নদিয়ার রানাঘাট দক্ষিণ কেন্দ্রে গত বিধানসভা নির্বাচনে বিজয়ী হয়েছিলেন বিজেপির মুকুটমনি অধিকারী।

রায়গঞ্জ কেন্দ্রে বিজয়ী হয়েছিলেন বিজেপির কৃষ্ণ কল্যানী এবং বাগদা কেন্দ্র থেকে বিজয়ী হয়েছিলেন বিজেপির বিশ্বজিৎ দাস। পরবর্তীতে শিবির বদল করে কৃষ্ণ কল্যাণী, বিশ্বজিৎ দাস এবং মুকুটমণি অধিকারী তৃণমূল কংগ্রেসের নাম লেখান। বিধানসভার উপনির্বাচনে এই তিনজনের দুজনকেই দল এবার প্রার্থী করে। বাগদা কেন্দ্রে বিশ্বজিৎ দাস প্রার্থী হননি। ওই কেন্দ্র থেকে প্রতিদ্বন্দ্বিতা করেন তৃণমূল কংগ্রেসের হয়ে মধুপর্না ঠাকুর। ঠাকুরনগরের ঠাকুরবাড়ির সদস্য মমতা বালা ঠাকুরের মেয়ে মধুপর্না। এবারের উপ নির্বাচনে ফলাফল কী হতে পারে? বাগদা এবং রানাঘাট দক্ষিণ এই দুই কেন্দ্রে ভোটের নির্ণায়ক হয়ে ওঠেন মতুয়া ভোটাররা। এই উপ নির্বাচনেও সেই মতুয়া ভোটারদের সমর্থন নিয়ে বিজেপি ফের জয় লাভ করবে এমন প্রত্যাশা গেরুয়া শিবিরের। অন্যদিকে শাসক শিবিরের আশা সাধারণ মানুষ সরকারের উন্নয়নমূলক কাজের সঙ্গী হবেন। মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে রাজ্য সরকার যেভাবে সার্বিক উন্নয়ন ঘটিয়েছে তাকেই সমর্থন জানাবেন।

তবে শাসক-শিবিরের কাছে চিন্তার কারণ সদ্যসমাপ্ত লোকসভা নির্বাচনে মানিকতলা বাদ দিলে বাকি তিনটি কেন্দ্রেই পিছিয়ে তৃণমূল। লোকসভা ভোটের ফলাফল ঘোষণার মাত্র এক মাসের মধ্যে সেই পিছিয়ে থাকা আসন গুলিতে কিভাবে বিজেপিকে ছাপিয়ে যাবে ঘাসফুল শিবির তা নিয়ে সন্দিহান অনেকেই। আবার প্রচারের বেশি সময় তেমন পাননি কোন পক্ষই। উপনির্বাচনে ভোটের হার অনেকটা কমেছে। রাজনৈতিক পর্যবেক্ষক মহলের একটা অংশ বলছে, সদ্যসমাপ্ত লোকসভা নির্বাচনে বাংলায় আশাপ্রদ ফল হয়নি বিজেপির। বাংলায় তাদের আসন সংখ্যা কমেছে। গত লোকসভা নির্বাচনে যেখানে ১৮ টা আসন বিজেপির দখলে গিয়েছিল এবার তা কমে হয়েছে ১২। বিজেপি সমর্থকদের মধ্যে একটা হতাশা তৈরি হয়েছে।

উপনির্বাচনে ভোটের ফলাফলে তার প্রভাব পড়বে বলেই মত রাজনৈতিক ওয়াকিবহাল মহলের একাংশের। ভোটের হার কম হওয়ায় বিজেপি বেকায়দায় পরতে পারে বলে মথ রাজনৈতিক ওয়াকিবহাল মহলের একাংশের। সেক্ষেত্রে উপনির্বাচনের সব কটি আসনেই জয়ের হাসি হাসতে পারে তৃণমূল। তবে সদ্য সমাপ্ত লোকসভা নির্বাচনে এই কেন্দ্র গুলির ফলাফল অনেকটাই চিন্তায় রেখেছে রাজ্যের শাসক শিবিরকে। গোটা রাজ্যে তৃণমূলের ফল ভালো হলেও উপনির্বাচন অনুষ্ঠিত হওয়া মানিকতলা ছাড়া বাকি কেন্দ্রগুলিতে তৃণমূলের ফল আশাপ্রদ হয়নি। রায়গঞ্জ লোকসভা কেন্দ্র এবং বনগাঁ ও রানাঘাটে পরাজিত হতে হয় তৃণমূল প্রার্থীকে। সেই পরাজয়ের দগদগে ঘা নিয়েই উপনির্বাচনে লড়াইয়ে নামে তৃণমূল। আর মাত্র কয়েক ঘণ্টার অপেক্ষা। শেষ হাসি কে হাসে জানা যাবে ফলাফলে।

Related Articles