রাজ্যের খবর

মুখ্যমন্ত্রীর নির্দেশের পর সবজির দাম নিয়ন্ত্রণে ধূপগুড়ি রেগুলেটেড মার্কেটে হানা মহকুমাশাসকের

Sub-Divisional Commissioner raids Dhupaguri regulated market to control vegetable prices

The Truth Of Bengal: সবজির কিনতে গিয়ে দামের কারণে নাজেহাল হচ্ছে মানুষ। হিমসিম খাচ্ছে মধ্যবিত্ত আমজনতা। আলু, পেঁয়াজ, পটল, কুমড়ো-সহ প্রায় সবকিছুই সবজির দাম এখন ঊর্ধ্বমুখী। ১০ দিনের মধ্যে এই দাম মানুষের নাগালের মধ্যে আনতে হবে। গত মঙ্গলবার নবান্নে বৈঠকে এমনটাই নির্দেশ দেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তাঁর নির্দেশের পর প্রশাসন বাজারে বাজারে অভিযান শুরু করেছে। কেন দাম বাড়ছে সেই কারণ খোঁজা চলছে। মঙ্গলবার মুখ্যমন্ত্রীর নির্দেশের পর বুধবার থেকে অভিযান শুরু হয়।

শুক্রবার সাত সকালে ধূপগুড়ি রেগুলেটেড মার্কেটে হানা দিলেন ধূপগুড়ির মহকুমাশাসক পুষ্পা দোলমা লেপচা। এদিন একযোগে পাইকারি এবং খুচরো বাজারে সবজির দাম যাচাই করেন মহকুমাশাসক। সঙ্গে ছিলেন ধূপগুড়ি থানার আইসি অনিন্দ্য ভট্টাচার্য। দুটি বাজারের মধ্যে আনাজের দামে ব্যাপক পার্থক্য নজরে আসে মহকুমাশাসকের। এই নিয়ে রীতিমতো অসন্তোষ প্রকাশ করেন তিনি। খুচরো ব্যবসায়ীদের সতর্ক করেন।

মহকুমাশাসক বলেন, ‘খুচরো বাজারে সবজির দাম এক এক জায়গায় এক এক রকম। যেখানে পাইকারি বাজারে মোটের ওপর একই দামে সবজি বিক্রি হচ্ছে। খুচরো ব্যবসায়ীরা সামান্য লাভ রেখে সবজি বিক্রি করুন– এটাই বলা হয়েছে তাঁদের। অনেক ক্রেতার অভিযোগ, কোনও দোকানে পটল ৮০ টাকা, আবার কোনও দোকানে ১০০ টাকা কিলো দরে বিক্রি হচ্ছে। সবজির বাজারে দামে কোনও নিয়ন্ত্রণ নেই। এক কৃষকের কথায়, আগে দশ বিঘা জমিতে যতটা পরিমাণ ফসল হতো, এখন ফসলের পরিমাণ অনেকটাই কমে গিয়েছে এই কারণে দাম কিছুটা বেড়েছে।

Related Articles