আন্তর্জাতিক

২৬ বছর পর আলজেরিয়ার নিখোঁজ তরুনকে বন্দী অবস্থায় পাওয়া গেল তার প্রতিবেশীর বাড়িতে!

After 26 years, the missing Algerian youth was found imprisoned in his neighbor's house

The Truth of Bengal: ১৯৯৮ সালে আফ্রিকার আলজেরিয়াতে গৃহযুদ্ধ চলাকালীন সময়ে সেখানকার ১৯ বছর বয়সের এক তরুণকে খুঁজে পাওয়া যায় না। অনেক খোঁজাখুঁজির পরেও সন্ধান মেলেনিং সেই তরুণের। তরুণের নাম ওসমান বি। পরিবারের লোক ভাবে ছিল না সে মারা গিয়েছে, সে যে এতদিন পরে ফিরে আসতে পারে সে কথা কারোর মাথায় আসেনি।

গত মঙ্গলবার প্রায় ২৬ বছর পর খোঁজ মিললো ওসমান বি-র। তাদের প্রতিবেশীর বাড়ি থেকে বন্দী অবস্থায় তাঁকে উদ্ধার করেলো পুলিশ। বন্দী করার অপরাধে সেই প্রতিবেশীকে গ্ৰেফতার করেছে পুলিশ।

আলজেরিয়ার পুলিশ সূত্রে জানা যায়, “ওই এলাকায় গৃহযুদ্ধ চলাকালীন ১৯৯৮ সালে নিখোঁজ হয়ে যান ১৯ বছরের তরুণ ওসমান বি। ওসমান কে চারিদিকে খোঁজার পরেও যখন পাওয়া যায়নি তখন তার বাড়ি ফেরার সমস্ত আশা ছেড়ে দেয় তার পরিবার। সম্প্রতি কয়েকদিন আগে ওসমানের ভাই সম্প্রতি সোশ্যাল মিডিয়াতে দুঃখ প্রকাশ করে একটি পোস্ট করে, আর ঠিক তার কয়েকদিনের মধ্যেই ওসমানকে তার প্রতিবেশীর বাড়ি থেকে পাওয়া যায়। বর্তমানে ঐ তরুণের বয়স ৪৫।

স্হানীয় পুলিশের থেকে জানা যায়, “প্রায় ২৬ বছর ধরে ওই তরুণকে তার প্রতিবেশী নিজের বাড়িতে আটক করে রাখে। সেখান থেকেই ওই তরুনকে বন্দি অবস্থায় উদ্ধার করে পুলিশ। ওই প্রতিবেশীর নাম এল গুয়েদিদ, তিনি পাহারাদারের কাজ করতেন। তার বয়স বর্তমানে ৬১। তরুণকে উদ্ধার করার পর তরুণ জানায়, সে কোথাও সাহায্য চাইতে পারেনি। সে এও বলে, প্রতিবেশী তাকে বন্দি অবস্থায় বশ করে রেখেছিল।” এ বিষয়ে বিস্তারিত জানতে এখনো তদন্ত চালিয়ে যাচ্ছে আফ্রিকার বেলেজেরিয়ার পুলিশ।

Related Articles