বিনোদন

‘কে ত্রিভুবন মিশ্র সিএ টপার ?’উত্তর মিলবে এমাসেই

Tribhuvan Mishra is coming to OTT

The Truth of bengal: কমেডি, অ্যাকশন, ড্রামা এবং রোম্যান্সের নিখুঁত মিশ্রণে ওটিটিতে আসতে চলেছে ত্রিভুবন মিশ্র । যেখানে ত্রিভুবনের চরিত্রকে ঘিরে আবর্তিত হয়েছে চরিত্ররা । সঙ্গে নারী মনের গভীরতার বিষয় ও এখানে তুলে ধরা হয়েছে ।পুনীত কৃষ্ণ এবং অমৃত রাজ গুপ্ত পরিচালিত, ‘ত্রিভুবন মিশ্র সিএ টপার ‘ আসতে চলেছে ওটিটিতে। যেখানে দেখা যাবে ত্রিভুবন মিশ্রকে । যিনি সজ্জন ব্যক্তি   বলে পরিচিত ।

এদিকে  তিলোতমা শোম কে দেখা যাচ্ছে যিনি এক ত্রিভুবনকে বিয়ে করেছেন । যে ত্রিভূবন রীতিমতো একজন গুন্ডা ।  ওটিটিতে এই  ট্রেলার সম্পর্কে  ক্যাপশনে লেখা হয়েছে  , “একজন মানুষ, যার একাধিক ভক্ত, কে ত্রিভুবন মিশ্র সিএ টপার ? ‘ মানব কৌল , তিলোতমা শোম, শুভ্রজ্যোতি বরাত, শ্বেতা বসু প্রসাদ এই সিরিজটিতে অভিনয় করেছেন । যে  ট্রেলার প্রকাশ পেয়েছে সেখানে যৌনতার বিষয়কে একটু অন্যভাবে দেখানো হয়েছে ।

শুধু মাত্র যে পুরুষেরা টাকার বিনিময়ে যৌনতা চান এমনটা নয় । নারীরাও যে চান তার নিখুঁত বর্ণনা রয়েছে ।আসলে নারী মনকে এখানে গুরুত্ব দেওয়া হয়েছে । এই বিষয় টিকে বোঝাতে গিয়ে ডেবিট ক্রেডিটের প্রসঙ্গ এসেছে । বলা হয়েছে ‘প্লে উইথ আস ‘ ।  কমেডি, অ্যাকশন, ড্রামা এবং রোম্যান্সের নিখুঁত মিশ্রণ রয়েছে এই সিরিজে ।

Related Articles