স্বাস্থ্য

Jaggery: মাথায় খাঁটি গুড় মাখলেই মিলবে মজবুত চুল, শুনে অবাক হলেও এমনটাই সত্যি

If you apply pure jaggery on your head, you will get strong hair, but this is true

The Truth Of Bengal: অনেকেই আছেন যারা রান্নায় চিনির বদলে ব্যবহার করেন আখের গুড়। আপনার শরীরের নানা রকম ঘাটতি পূরণ করে এই আখের গুড়। যারা রক্তস্বল্পতায় ভুগছেন তারা অবশ্যই খান আখের গুঁড়। এই আখের গুড় সকালে ঘুম থেকে উঠে কাঁচা হলুদের সঙ্গেও খেয়ে নিতে পারেন। অনেকেই জানেন না আখের গুড়ের কি কি গুণাবলী রয়েছে।

আপনি কি আদেও জানেন আখের গুড় খেলে চুলে মাখলে কি হয়? না জেনে থাকলে জানুন।
আখের গুড়ে রয়েছে আয়রন, ম্যাগনেশিয়াম এবং পটাশিয়ামের মতো খনিজ উপাদান। এই উপাদানগুলি চুলের স্বাস্থ্যের পক্ষে যথেষ্ট ভালো। মস্তিষ্কের মধ্যে রক্ত সঞ্চালনের কাজ ঠিক মত হয় আখের গুড় খেলে। গুড় খাওয়া যতটা শরীরের পক্ষে ভালো তার পাশাপাশি গুড় মাখলেও অনেক উপকার পাওয়া যাবে। খাঁটি গুড় চুলের গোরা মজবুত করতে এবং নতুন চুল গজাতে সাহায্য করে। এমনকি চুলের কন্ডিশনারের মত কাজ করে খাঁটি গুড়। গুড় মাথায় মাখলে মাথার ত্বকের আদ্রতা নিয়ন্ত্রণে রাখে এই গুড়।

ভাবছেন চুলে আখের গুড় মাখলে তো চুল একেবারে আঠা হয়ে যাবে, জানুন কিভাবে মাখবেন আখের গুড়।
প্রথমে এক পাত্রে আখের গুড় নিয়ে তা জলে ভিজিয়ে রাখতে হবে। যে দিন মনে করবেন আখের গুড় মাখবেন ঠিক তার আগের দিন জলের মধ্যে ভিজিয়ে রেখতে হবে আখের গুড়। যে পাত্রে নেবেন সেই পাত্রের মুখ কিছু দিয়ে ঢেকে রাখুন। পরের দিন একটি ছাঁকনি দিয়ে ছেঁকে সেই গুড় ভালো করে মেখে নিতে হবে মাথায়। প্রায় ১ ঘণ্টার মত রেখে ভালো করে শ্যাম্পু করে ধুয়ে ফেলুন মাথা।

 

 

Related Articles