আন্তর্জাতিক
Trending

কোটার বিরুদ্ধে বিক্ষোভের জের ! ঢাকা-খুলনা মহাসড়ক অবরোধ শিক্ষার্থীদের

Due to protests against the quota! Students block Dhaka-Khulna highway

The Truth Of Bengal:দাবি একটাই, সরকারি চাকরিতে কোটাব্যবস্থা বাতিল করে ২০১৮ সালে সরকারের জারি করা পরিপত্র পুনর্বহাল করা। আর এবার সেই দাবিকে সামনে রেখেই, গোপালগঞ্জে ঢাকা-খুলনা মহাসড়ক অবরোধ করল বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের একাংশ। আর এই অবরোধের জেরেই সমস্যায় পড়েন নিত্যযাত্রীদের একাংশ।

আন্তর্জাতিক সংবাদমাধ্যম সূত্রে খবর, সোমবার বিকেল ৪টা ৩৮ মিনিট থেকে সন্ধ্যা ৬টা ২০ মিনিট পর্যন্ত গোপালগঞ্জ সদর উপজেলার পাথালিয়া দোলা ফিলিং স্টেশনের পাশে অবস্থান নিয়ে ঢাকা-খুলনা মহাসড়ক অবরোধ করেন শিক্ষার্থীরা। এর আগে বেলা সাড়ে ৩টার দিকে ক্যাম্পাসে মিছিল বের করেন শিক্ষার্থীরা। বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে মিছিলটি ঢাকা-খুলনা মহাসড়কে গিয়ে শেষ হয়।

সেখানে সড়ক অবরোধ করে অবস্থান কর্মসূচি ও বিক্ষোভ করেন তাঁরা। পাশাপাশি, সংবাদমাধ্যমকে প্রতিক্রিয়া দিতে গিয়ে কৃষি বিভাগের স্নাতকোত্তর জসিম উদ্দীন জানান- ” আমরা কোটার বিরুদ্ধে নই। আমরা চাই কোটা থাকুক। সংবিধানে যেটা আছে, পিছিয়ে পড়া জনগোষ্ঠীসহ সব মিলিয়ে অনধিক ৫ শতাংশ কোটা রেখে কোটা পদ্ধতি সংস্কার করা হোক।”