সিউড়িতে এই প্রথম শুরু হলFM রেডিও স্টেশন
This is the first FM radio station started in Siuri

The Truth Of Bengal : বীরভূম : পার্থ দাস : এতদিন শান্তিনিকেতনে বিকেলে পাঁচটায় শুরু হতো শান্তিনিকেতনের এফএম রেডিও এবার সিউড়ি তেও গড়ে উঠল। সেই রেডিও স্টেশন যেখানে ২৪ ঘন্টায় বিনোদক মূলক অনুষ্ঠান প্রচার করা হবে এই রেডিও স্টেশন থেকে মূলত পিছিয়ে পড়া পড়ুয়াদের পাশে দাঁড়িয়ে সাহায্যের হাত বাড়িয়ে দেওয়া। শিক্ষামূলক অনুষ্ঠান থেকে শুরু করে বিভিন্ন বাউল গান, ফোক গানের চর্চার উপর নির্ভর করে পরিচালনা করা হবেই রেডিও স্টেশন। তার সাথে সাথে সিউড়ির ঐতিহ্য বিভিন্ন শিক্ষামূলক বক্তব্য মাধ্যমে প্রচার চলবে। এখন ট্রায়াল চললেও আগস্ট মাস থেকে চব্বিশ ঘন্টার জন্য চালু থাকবে এই রেডিও স্টেশন সিউড়ির বড় বাগানে শুরু হয়েছে এই রেডিও স্টেশনে।
যেখানে বহু আগ্রহী এফএম স্টেশনে কাজ করার জন্য ইতিমধ্যেই তাদের নথিপত্র নিয়ে ভিড় জমিয়েছে। অপরদিকে 90.4 FM এখন সিউড়ির প্রতিটি রেডিও তে এটি শোনা যাবে। প্রায় ১৫ থেকে ২০ কিলোমিটার রেঞ্জ পর্যন্ত পাওয়া যাবে এফএম রেডিও। সমস্তটাই কালচারের উপর ভিত্তি করে চলবে এই রেডিও স্টেশন। তবে আগামী দিনে এই রেডিও স্টেশনের চাহিদা আরো যদি থাকে রেঞ্জ বাড়ানো হবে এমনটাই জানালেন উদ্যোক্তারা। তার পাশাপাশি প্রচারের জন্য সিউড়ি শহরের টোটো সহ ছোট গাড়িতে হাতিয়ার করে সিউড়ি এফএম কে প্রচার চালানোর একমাত্র উপায় খুঁজে বার করেছেন উদ্যোক্তারা।