আন্তর্জাতিক

প্রধানমন্ত্রী হতেই পরিবর্তনের ডাক লেবার পার্টির নেতা কিয়ের স্টার্মারের

Labor leader Kier Starmer has called for change from the prime minister

The Truth of Bengal: ১৪ বছর। হ্যাঁ, ১৪ বছর পর পরিবর্তনের হাওয়া বইল। ব্রিটেন পেল তার নতুন প্রধানমন্ত্রী। কনজারভেটিভ পার্টিকে ধরাশায়ী করে বিপুল সংখ্যক ভোটে জয় পেলেন লেবার পার্টির নেতা কিয়ের স্টার্মার। কনজারভেটিভ পার্টির হয়ে প্রতিদ্বন্দ্বিতা করেছিলেন ব্রিটেনের প্রাক্তন প্রধানমন্ত্রী ঋষি সুনক। ব্রিটিশ পার্লামেন্টে নিম্নকক্ষে আসন সংখ্যা ৬৫০। স্বাভাবিকভাবেই সংখ্যাগরিষ্ঠতার জন্য ম্যাজিক ফিগার ৩২৬।

পরবর্তীতে, ভোটের ফলাফল প্রকাশিত হতে দেখা যায়, লেবার পার্টির ঝুলিতে রয়েছে ৪২২টি। অপরধিকে, টোরিরা পায় ১২১টি আসন এবং অন্যান্যদের ঝুলিতে যায় ১১৫টি। এরপর, ভোটের ফলাফল প্রকাশ্যে আসতেই লেবার পার্টির নেতা কিয়ের স্টার্মারকে শুভেচ্ছা জানান ব্রিটেনের প্রাক্তন প্রধানমন্ত্রী ঋষি সুনক।

অপরদিকে, রীতি মেনে বাকিংহাম প্রাসাদে গিয়ে রাজা তৃতীয় চার্লসকে ভোটের ফলাফল জানিয়ে প্রধানমন্ত্রিত্ব থেকে সরে দাঁড়ানোর কথা ঘোষণা করেন ঋষি সুনক। পাশাপাশি, জয়ের পর প্রথমবার ১০ ডাউনিং স্ট্রিটে দাঁড়িয়ে বক্তৃতা রাখেন কিয়ের স্টার্মার। আর জয়ের পরেই, পরিবর্তনের ডাক দেন স্টার্মার। সাংবাদিকদের মুখোমুখি হয়ে বলেন- ” নতুন ব্রিটেন দেখবে বিশ্ববাসী। “

Related Articles