খেলা

ইউরো থেকে বিদায় রোনাল্ডোদের

Farewell to Ronaldo from the Euros

The Truth Of Bengal : ইউরো কাপে স্বপ্নভঙ্গ রোনাল্ডোর । কোয়ার্টার ফাইনালে মুখোমুখি হয়েছিল ফ্রান্স এবং পর্তুগাল।ট্রাইবেকারে ৫-৩ ব্যবধানে জিতে কোয়ার্টার ফাইনাল থেকে সেমিফাইনালে পৌঁছে গেল ফ্রান্স।অপরদিকে হেরে বিদায় নিতে হচ্ছে পর্তুগালকে , সেই সঙ্গে বিদায় নিতে হচ্ছে সিআরসেভেনকেও।

ইউরোর কোয়ার্টার ফাইনালে মুখোমুখি হয়েছিল ফ্রান্স – পর্তুগাল। সেই ম্যাচে হারতে হয় পর্তুগালকে । হারতে হয় রোনাল্ডোকে । হেরে বিদায় নিতে হচ্ছে পর্তুগালকে , সেই সঙ্গে বিদায় নিতে হচ্ছে সিআরসেভেনকেও। কারণ আগেই রোনাল্ডো জানিয়েছিলেন এটাই তার শেষ ইউরো ।অপরদিকে পর্তুগালকে হারিয়ে সেমিতে পৌঁছে গেল এমবাপের ফ্রান্স। এদিন কোয়ার্টার ফাইনালে ১২০ মিনিটেও পর্তুগাল ও ফ্রান্স কোনও দলই গোলের দেখা পায়নি । শেষ পর্যন্ত ম্যাচ টাইব্রেকারে গড়ায় । আর সেখানেই যেন অঘটনটা ঘটলো। সেখানে ফ্রান্স এগিয়ে গেল । আটকে গেল পর্তুগাল । খেতাব জিতে আর ইউরো সফর শেষ করতে পারলেন না সিআর সেভেন। মধুর সমাপন হল না ।

এদিন খেলার নির্ধারিত সময় ও অতিরিক্ত সময়ে দুই দলই গোলের দেখা পায়নি । যদিও দু দলই একাধিকবার গোলের সুযোগ তৈরি করেছিল। কিন্তু গোল করতে পারেনি । অতিরিক্ত সময়ে রোনাল্ডো গোলের সুযোগ তৈরি করলেও গোল করতে পারেনি। অপরদিকে কিলিয়ান এমবাপে নাকের সমস্যা নিয়ে এই ম্যাচে নামেন ‌ । চরম অস্বস্তিতে দেখা যায় তাকে। যদিও অতিরিক্ত সময় তাকে তুলে নেওয়া হয়। প্রথমে স্কোরলাইন দাঁড়ায় ১-১। এরপর শেষ অবধি ট্রাইবেকারে ৫-৩ ব্যবধানে জিতে কোয়ার্টার ফাইনাল থেকে সেমিফাইনালে পৌঁছে গেল ফ্রান্স। হেরে বিদায় নেওয়ার পর থেকে রোনাল্ডোর ভবিষ্যৎ নিয়ে সোশ্যাল মিডিয়ায় শুরু হয়েছে জোরদার চর্চা। যাকে নিয়ে এত চর্চা সেই মহানায়ক ক্যারিয়ার সম্বন্ধে কিছু মন্তব্য করেননি। এদিকে পর্তুগালের কোচ রবার্তো মার্টিনেজ জানাচ্ছেন, বুট এখনই তুলে রাখবেন না রোনাল্ডো।

 

Related Articles