ক্ষেতে চাষাবাদ আর খাতায় কবিতা! মেদিনীপুরের এই কৃষক কবির লেখনী মন কাড়ে বর্তমান প্রজন্মেরও
The writings of this peasant poet of Medinipur are touching the hearts of the present generation as well

The Truth of Bengal: জমিতে চাষাবাদ করার ফাঁকে ফাঁকে কবিতা লেখেন। কবিতার পাশাপাশি তার কলমে সৃষ্টি হয় প্রবন্ধ গল্প সহ নানা লেখনী। সময় বের করে সংস্কৃতি ও ইতিহাস চর্চা করেন দাঁতনের কৃষক অতনু নন্দন মাইতি। পাজামা পাঞ্জাবী আর কাঁদে ঝোলানো ব্যাগ নিয়ে খুঁজে বেড়ান লেখার রসদ। সাদা কালো জীবনচর্চায় বিশ্বাসী এই মানুষটির লেখনী টানে বর্তমান প্রজন্মকেও।
পড়াশোনায় বড় ভালো ছিলেন। বিএ পাস করার পর শিক্ষক হওয়ার প্রশিক্ষণও নেন। বিএড করার পর নিজের জমিতে চাষাবাদ শুরু করেন। মেহনতের ফসল ফলানোর মতোই কলমের জাদুতে একের পর সৃষ্টি উপহার দিতে চান পঃমেদিনীপুরের দাঁতনের অতনু নন্দন মাইতি। পরের অধীনে চাকরি করার বদলে স্বাধীনভাবে লেখালেখিতেই মন দেওয়ার সিদ্ধান্ত নেন তিনি। সেজন্য কবিতার পাশাপাশি প্রবন্ধ, গল্প সহ নানা বিষয়ে তাঁর লেখা পাঠকদের মুগ্ধ করে। জেলা ছাড়িয়ে এখন কলকাতাতেও সমাদর পান এই সাবেকী জীবনচর্চায় বিশ্বাসী মানুষটি। গুণী মানুষটির কদর এখন বেড়েছে সবমহলে। মাঠের কাদা-জল মেখে সবুজ সৃষ্টির মতোই কালি-কলমের জগতেও সাড়া ফেলে দেওয়া সেই মানুষটির সংগ্রামকে সবাই সাধুবাদ জানায়। পাজামা-পাঞ্জাবী আর কাঁধে ঝোলানো ব্যাগ নিয়েই মাঠের ফসল আর সৃষ্টির ভুবন সামাল দিচ্ছেন। খেতে চাষাবাদ আর খাতায় কবিতা কিভাবে সামাল দেন তিনি?
তাঁর নানা গুণ চমকে দিয়েছে সকলকে। সামান্য চেহারার মানুষ তিনি। বয়সও ৬৫ পেরিয়েছে। চাষাবাদের পাশাপাশি সমানতালে চলে সংস্কৃতি চর্চা। কবিতা, প্রবন্ধ, গল্প লেখায় কলম থামে না। গ্রামীণ এলাকার নানা সংস্কৃতি-ইতিহাস চর্চা করেন তিনি। প্রান্তিক জেলায় থেকে পৈতৃক জমিতে চাষাবাদ করে সংসার চালান। তবে পরিচিতি মূলতঃ কলমের জগতের কৌলিন্যের জন্যই। স্কুলজীবন থেকে লেখালেখি শুরু করেন তিনি। স্কুলে প্রথম প্রকাশিত প্রবন্ধ এবং কবিতা থেকেই এই কাজ শুরু করেন তিনি। এরপর কলকাতা-সহ বিভিন্ন পত্রিকায় নানাবিধ লেখা লিখেছেন। দৈনিক এক সংবাদপত্রেও তিনি নিয়মিত নানা প্রবন্ধ ও বিষয়ের উপর লেখালেখি করতেন। প্রায় ২০ বছর আগে তিনি একটি পাক্ষিক সংবাদ ও সংস্কৃতি চর্চার পত্রিকা প্রকাশ করেন। নিজের সম্পাদনাতেই তিনি স্থানীয় ইতিহাস সংবাদ তাতে তুলে ধরেন। শুধু তাই নয় তিনি লোকায়ত সংস্কৃতি, নানা ইতিহাস, গ্রামীণ নানা রীতি নিয়ে লিখেছেন বইও।