কলকাতা

স্নাতকস্তরে যোগী-রাজ্যের পড়ুয়াদের পছন্দের তালিকায় বাংলার বিশ্ববিদ্যালয়

University of Bengal is on the list of Yogi-Rajya's students' choice at undergraduate level

The Truth Of Bengal: গুজরাট সহ দেশের একাধিক রাজ্যের পড়ুয়ারা স্নাতক স্তরে পড়াশোনা করতে চান বাংলার বিভিন্ন বিশ্ববিদ্যালয়। তাদের পছন্দের তালিকায় এ রাজ্যের বিশ্ববিদ্যালয়। গুজরাটের পাশাপাশি মহারাষ্ট্র, উত্তর প্রদেশ, বিহার, ওড়িশার পড়ুয়ারা বাংলার বিশ্ববিদ্যালয়ে ভর্তির জন্য আবেদন করেছেন। রাজ্যের শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু সামাজিক মাধ্যমে এ বিষয় তুলে ধরেছেন।

তিনি জানিয়েছেন, রাজ্যের স্নাতক স্তরে ভর্তির অভিন্ন পোর্টালে আবেদন করেছেন দেশের বিভিন্ন প্রান্তের পড়ুয়ারা। গুজরাট, উত্তর প্রদেশ, মহারাষ্ট্র, কোণারক বিহার, অসম সহ বিভিন্ন রাজ্য থেকে ছাত্রছাত্রীরা ভর্তির জন্য আবেদন জানিয়েছেন।

এই কথা উল্লেখ করে রাজ্যের শিক্ষা মন্ত্রী ব্রাত্য বসু তার এক্স হ্যান্ডেলে লিখেছেন, ভিন রাজ্যের ৮৭ হাজারেরও বেশি ছাত্র-ছাত্রী এ রাজ্যের স্নাতক স্তরে ভর্তির জন্য আবেদন করেছেন। এক্স হ্যান্ডেলে শিক্ষামন্ত্রীর মন্তব্য “কাশ্মীর থেকে কেরল গোটা দেশ জুড়ে উচ্চ শিক্ষার জন্য বাংলাকেই বেছে নিয়েছেন ছাত্র-ছাত্রীরা। আমরা তাদের সবাইকে দু’হাত বাড়িয়ে স্বাগত জানাচ্ছি।”

Related Articles