রাজ্যের খবর

NDRF এর পক্ষ থেকে স্কুল নিরাপত্তা কর্মসূচির আয়োজন পারুল রামকৃষ্ণ সারদা হাই স্কুলে

School Safety Program organized by NDRF at Parul Ramakrishna Sarada High School

The Truth Of Bengal : সৌভিক গোস্বামী : আরামবাগ :  NDRF এর পক্ষ থেকে স্কুল নিরাপত্তা কর্মসূচি করা হল পারুল হাই স্কুলে। আপৎকালীন সময়ে কি করা উচিত সেই প্রশিক্ষন দেওয়া হল ছাত্র ছাত্রীদের। NDRF সেকেন্ড বেটালিয়ান কলকাতার পক্ষ থেকে এই স্কুল নিরাপত্তা কর্মসূচি করা হয় পারুল রামকৃষ্ণ সারদা হাই স্কুলে।

জানা গেছে, মূলত স্কুলে আসা ছাত্র ছাত্রীদের হঠাৎ কোনো দুর্ঘটনায় শারীরিক কোনো ক্ষত হলে যেমন হাত পা কেটে গেলে, বা ভাঙলে কি করা উচিত তার প্রশিক্ষন দেওয়া হয়। পাশাপাশি হটাৎ বন্যা হলে, ঝড়ে কোনো ক্ষতি হলে এবং নদির বাঁধ ভাঙলে নির্ভয় হয়ে কি ভাবে তারা নিজেদের এবং নিজের পরিবারের লোকজনকে সুরক্ষিত রাখবেন এবং সেই বিপর্যয় কি ভাবে মোকাবিলা করবে সেই সমস্ত বিষয়েও ছাত্র ছাত্রীদের এই প্রশিক্ষন দেওয়া হয়।

NDRF আধিকারিক সূত্রে জানা যায়, স্কুল পড়ুয়াদের এই সমস্ত বিষয়ে সচেতন করা হলে তারা নিজেরাই এই ধরণের ঘটনা ঘটলে তার মোকাবিকা করতে পারবে। আর সেই কারণেই আরামবাগ মহকুমার বিভিন্ন স্কুলে এই স্কুল নিরাপত্তা কর্মসূচি করা হচ্ছে।

Related Articles