রাজ্যের খবর

কোচবিহারে দিবালোকে বাস ডাকাতি, সোনা-টাকা ছেড়ে রহস্যময় পার্সেলের খোঁজে দুষ্কৃতীরা

Daylight bus robbery in Cooch Behar, miscreants leave gold and money in search of mysterious parcel

The Truth Of Bengal : দিনে দুপুরে বাসের মধ্যে দুঃসাহসিক ডাকাতির ঘটনায় চাঞ্চল্য ছড়াল এলাকায়। ঘটনাটি ঘটেছে কোচবিহার জেলার অন্তর্গত ঘোকসাডাঙ্গা থানার নিকটবর্তী এলাকায়। তবে ডাকাতেরা যাত্রীদের থেকে কোন জিনিস চায়নি। বরং একটি পার্সেলের জন্য বন্দুক দেখিয়েছিল তারা। কিন্তু কি ছিল ওই পার্সেলে?

জানা গিয়েছে, সোমবার একটি বাস কৃষ্ণনগর থেকে কোচবিহারের দিকে যাওয়ার সময় ফালাকাটা সংলগ্ন এলাকায় হঠাৎ কয়েকজন যুবক মাস্ক পরে বাসের মধ্যে উঠে পড়ে। এরপর ঘোকসাডাঙ্গা এলাকায় তারা যাত্রীদেরকে বন্দুক দেখিয়ে ভয় দেখায় এবং গুলি চালায় বলে দাবি যাত্রীদের। সেই সময় বাসের মধ্যে ছিল দুজন চালক। অসীম পাল নামে এক চালক জানান, ” কয়েকজন বাসে উঠে হঠাৎ আমাকে টেনে পিছনে নিয়ে যায়। হঠাৎ কেন এমনটা করল কিছুই বুঝতে পারিনি তখন।” যাত্রীদের একাংশের দাবি, হঠাৎ কয়েকজন দুষ্কৃতি আগ্নেয়াস্ত্র হাতে মুখে মাস্ক পরে বাসের মধ্যে উঠে পড়ে। এরপর যাত্রীদের থেকে ফোন বা অন্য কিছু না চেয়ে বাসের মধ্যে থাকা একটি পার্সেল নিতে চায়। এরপর তাদেরকে ওই পার্সেলটি দিয়ে দেওয়া হলে তারা নেমে যায়।

ঘটনায় যথেষ্ট আতঙ্কিত হয়ে পড়ে বাসযাত্রীরা। এরপর খবর দেওয়া হয় পুলিশে। খবর পেয়ে কিছুক্ষণের মধ্যে ঘটনাস্থলে পৌঁছায় কোচবিহারের পুলিশ সুপার দ্যুতিমান ভট্টাচার্য, এনবিএসটিসি চেয়ারম্যান পার্থপ্রতিম রায়।

জানা যায়, এই ঘটনায় এক বাসচালক ও আহত হয়েছেন। পুলিশ ঘটনাস্থলে পৌঁছে প্রথমে যাত্রীদের সঙ্গে কথা বলে ওই দুষ্কৃতিদের সম্পর্কে জিজ্ঞাসাবাদ করেন। এরপর যাত্রীদের ফেরার জন্য বিকল্প যান পরিষেবার ব্যবস্থা করেন। তবে ওই পার্সেল এর মধ্যে ঠিক কী ছিল? কিসের জন্য এভাবে আগ্নেয়াস্ত হাতে বাসের মধ্যে উঠে এসেছিল দুষ্কৃতীরা? তা নিয়ে ক্রমশ ঘনীভূত হচ্ছে রহস্য। তবে এই রহস্য উন্মোচনে পথে নেমেছে পুলিশ। এই ঘটনায় এখনো পর্যন্ত কাউকে গ্রেফতার করা হয়নি।

Related Articles