রাজ্যের খবর

নির্মীয়মান বাথরুমের সেপটিক ট্যাঙ্কে পড়ে শিশুর মৃত্যু, চাঞ্চল্য বিষ্ণুপুরে

Child dies after falling into septic tank of bathroom under construction, Chanchalya Bishnupur

The Truth Of Bengal : বাঁকুড়া : কৈলাস বিশ্বাস : বিষ্ণুপুর, বাঁকুড়া:- বাঁকুড়া জেলার বিষ্ণুপুর পৌরসভার দুই নম্বর ওয়ার্ডে নির্মীয়মান বাথরুমের সেপটিক ট্যাংকের জলে পড়ে মৃত্যু হল বছর ৭ এর এক শিশুর। মৃত শিশুর নাম সায়নী মিস্ত্রি।

জানা যায়, রবিবার সকাল ১১ টা থেকে হঠাৎ করেই ওই শিশু নিখোঁজ হয়ে যায় বহু খোঁজাখুঁজির পর না পেয়ে পরিবারের লোকজন দারস্ত হয় বিষ্ণুপুর থানায়। মৌখিকভাবে পুলিশ প্রশাসনকে জানানো হয় নিখোঁজ হওয়ার ঘটনা। হঠাৎ করেই বেশ কয়েক ঘণ্টা পর বিকেল নাগাদ স্থানীয় এক বাসিন্দার নজরে আসে পাশের বাড়ির নির্মীয়মান একটি বাথরুমের সেপটিক ট্যাঙ্কের জলে নিচে পড়ে রয়েছে ওই শিশুর নিথর দেহ। ঘটনার কথা চাউর হতেই এলাকায় চাঞ্চল্য ছড়িয়ে পড়ে।

এরপর ঘটনাস্থলে পৌঁছায় বিষ্ণুপুর থানার পুলিশ মৃতদেহ উদ্ধার করে নিয়ে আসে বিষ্ণুপুর সুপার স্পেশালিটি হাসপাতালে। সেখানে কর্তব্যরত চিকিৎসকরা তাকে মৃত বলে ঘোষণা করে। আজ ওই শিশুর মৃতদেহ ময়নাতদন্ত করা হবে বিষ্ণুপুর জেলা হাসপাতালে।

Related Articles