বিনোদন

সোনাক্ষী কি তবে অন্তঃসত্ত্বা? নবদম্পতিকে হাসপাতালে দেখে জল্পনা তুঙ্গে

Is Sonakshi pregnant? Seeing the newlyweds in the hospital, speculations are high

The Truth of Bengal: এক সপ্তাহ হয়েছে বিয়ে সেরেছেন সোনাক্ষী সিনহা ও জাহির ইকবাল। সাত বছরের সম্পর্কের পূর্ণতা পেয়েছে। ২৩ শে জুন সাতপাকে বাঁধা পড়েছেন তারকা জুটি। এরই মাঝে গুঞ্জনের শিকার নব দম্পতি। শুক্রবার বিকেলে জাহির সোনাকসি কোকিলাবেন হাসপাতালে গিয়েছিলেন। নব দম্পতির হাসপাতালে যাবার ভিডিও ক্যামেরা বন্দি করার সুযোগ হাতছাড়া করেননি পাপারাজ্জরা। ভিডিওতে দেখা যাচ্ছে মুম্বাইয়ের একটি বেসরকারি হাসপাতাল থেকে বেরিয়ে আসছেন সোনাক্সি ও জাহিদ। আর সেই নিয়ে শুরু হয়েছে জল্পনা, তাহলে কি সোনাক্ষী অন্তঃসত্ত্বা?

এই গুঞ্জন একেবারেই ভুয়ো, জানা গিয়েছে বাবা সিনহা রুটিন চেকআপের জন্য হাসপাতালে ভর্তি হয়েছিলেন আর সেই জন্যই নব দম্পতিকে দেখা যায় হাসপাতাল চত্বরে।

উল্লেখ্য, বেশ কিছুদিন আগেই বিয়ে সেরেছেন তারকা জুটি। বিয়েতে ছিল না কোন ধর্মীয় আচার আইনি মতেই বিয়ে করেন তারকা দম্পতি ছিমছাম নিমন্ত্রিতদের মধ্যে আত্মীয় পরিজন ও বিশেষ ঘনিষ্ঠ বন্ধু ছাড়া তেমন কেউ উপস্থিত ছিলেন না।

Related Articles