দেশ
Trending

মর্মান্তিক! লাদাখ সীমান্তে ৫ জওয়ান নদীতে তলিয়ে গেলেন

Shocking! Fear of death of 5 soldiers on the border in Ladakh

The Truth Of Bengal: জম্মু ও কাশ্মীরের লাদাখ সীমান্তে নিহত হওয়ার আশঙ্কা পাঁচজন জওয়ানের। লাদাখের নিউমা- চুসুল এলাকায় ট্যাংক অনুশীলনের সময় এই ঘটনা ঘটে। ভারত-পাক সীমান্তে নিয়ন্ত্রণ রেখার (এলএসি)- র কাছে সেই সময় ভারতীয় জওয়ানরা ট্যাঙ্ক অনুশীলনে ব্যস্ত ছিলেন। স্থানীয় প্রশাসন সূত্রে জানা গিয়েছে, টি ৭২  ট্যাঙ্ক নদী পার হওয়ার সময় ভয়াবহ ঘটনা ঘটে। নদীতে জল কম থাকায় ট্যাঙ্ক নিয়ে নদী পার হচ্ছিলেন জওয়ানরা।

হঠাৎ করেই হড়পা বানে নদী জলে ভরে ওঠে। প্লাবিত হয় নদী। জওয়ানরা তখন ওই জল পেরিয়ে তড়িঘড়ি ডাঙায় ওঠার চেষ্টা করেন। কিন্তু জলের তোড়ে ডুবে যান পাঁচজন জওয়ান। ভোররাতে এই মর্মান্তিক ঘটনা ঘটে। লাদাখের নিউমা-চুসুল এলাকা থেকে ১৪৮ কিলোমিটার দূরে মন্দিরমোড়-এর কাছে এই ভয়াবহ দুর্ঘটনাটি ঘটেছে। সেনাবাহিনীর এক কর্মকর্তা জানিয়েছেন, পাঁচজন সৈন্যসহ টি-৭২ ট্যাঙ্কটি নদী পার হওয়ার সময় আকস্মিক বন্যার কারণে ডুবে যায়।

Related Articles