টি২০ বিশ্বকাপ

MI ক্যাপ্টেন্সি কাড়লেও দাপট অব্যাহত রোহিতের

Rohit's dominance continues even after MI captaincy cut

The Truth Of Bengal :  ২০১৩ সালের পর ২০২৪ সাল। মাঝে কেটে গিয়েছে এগারোটা বছর। টিম ইন্ডিয়া বেশ কয়েকবার আইসিসি ট্রফির কাছে গিয়ে ও দূরত্ব মেটাতে পারেনি। রোহিতের ভারত কি পারবে ? প্রত্যাশার পাহাড় জমছে দেশবাসীর মনে। রোহিতদের প্রার্থনায় এক সুরে গলা ফাটাবে দেশবাসী। টি-টোয়েন্টি বিশ্বকাপে হিটম্যান স্বমেজাজে রয়েছেন এখনো পর্যন্ত । ১৭ তম আইপিএলের নাকি মুম্বাইয়ের নেতৃত্ব থেকে সরিয়ে দেওয়া হয় রোহিত কে। ফলস্বরূপ ভরাডুবির স্বীকার গোটা দল । তবে এবার টিম ইন্ডিয়াকে বিশ্বকাপ ফাইনালে তুলে তিনি প্রমাণ করলেন তিনি কেন গুরুত্বপূর্ণ।

‌ মুম্বাই ইন্ডিয়ান্স ক্যাপটেন্সি কাড়লেও রোহিত শর্মা আছে এই দায়িত্বটা দাপটের সঙ্গে করতে পারেন তা স্পষ্ট প্রতি পরতে পরতে। প্রিন্স অফ ক্যালকাটা সৌরভ গঙ্গোপাধ্যায় এ বিষয়ে জানান ছ মাস আগে মুম্বাই ইন্ডিয়ান্স ওকে ক্যাপ্টেনের পথ থেকে সরিয়ে দেয় আর এখন ও ভারতকে বিশ্বকাপ ফাইনালে তুলেছে। এটা যে খুব একটা সহজ বিষয় নয় যার সৌরভের কথায় ধরা পড়ে।  রোহিতের পারফরম্যান্সে মুগ্ধ মহারাজ। মুগ্ধ গোটা দেশ । ওডিআই বিশ্বকাপের ক্ষেত্রেও রোহিত ভারতকে ফাইনাল পর্যন্ত তুললেও কাপ জয় অধরা থেকে ছিল। তবে এবার জেতা হবে না, তা একেবারে কষ্ট রোহিতদের পারফরমেন্সে । টিম ইন্ডিয়ার  রাগ , হতাশা,  দুঃখ , যন্ত্রণার  বহিঃপ্রকাশ হতে চলেছে কেনসিংটন স্টেডিয়ামে  । কেন তিনি হিটম্যান তা প্রমাণ  আজকেও করবেন বলে মনে করছে দেশবাসী।

 

Related Articles