রাজ্যের খবর

মুখ্যমন্ত্রীর কড়া বার্তার পর ডেঙ্গি সচেতনতা মিছিলের আয়োজন করল শ্রীরামপুর পৌরসভা

Srirampur municipality organized dengue awareness rally after Chief Minister's strong message

The Truth Of Bengal : হুগলি : তরুণ মুখোপাধ্যায় : আসন্ন বর্ষা মরশুমে কোথাও যেন জল না জমে ডেঙ্গির মতন মহামারীর সৃষ্টি না হয় তার জন্য মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কড়া বার্তা দিয়েছেন। সমস্ত পুরসভা পঞ্চায়েত এলাকার আধিকারিকড়া সেই কথা মাথায় রেখে শনিবার সকালে শ্রীরামপুর পৌরসভার পুর প্রধান গিরিধারী সাহার নেতৃত্বে শ্রীরামপুরের ১১ নম্বর ওয়ার্ডের ডেঙ্গির বিরুদ্ধে সচেতনতা মিছিল বার করা হয়। শ্রীরামপুর পুরসভার স্বাস্থ্য দপ্তরের বিভিন্ন আধিকারিকরা এবং কর্মচারীরা এই নিয়ে ওয়ার্ডের বিভিন্ন এলাকা মিছিল পরিক্রমা করেন।

এ ব্যাপারে বলতে গিয়ে পুর প্রধান গিরিধারি সাহা জানান, “আসন্ন বর্ষার মরশুমে যাতে কোথাও কোনো জল জমে যাতে মশার সৃষ্টি না হয় তার জন্য আমরা সমস্ত নাগরিকদের সচেতন করছি। কোনোমতেই কোথাও জল জমতে দেওয়া হবে না এবং এর জন্য আমাদের পুরসভার স্বাস্থ্য বিভাগের কর্মীরা অক্লান্ত পরিশ্রম করছেন। তারা বাড়ি বাড়ি যাচ্ছেন এবং গিয়ে দেখছেন কোথাও জমা জল আছে কিনা। শুধু তাই নয় গিরিধারী বাবু বলেন আমরা সমস্ত সুধী নাগরিকদের কাছে আবেদন করছি যে আপনারা যদি দেখেন কোথাও জমা জল রয়েছে তাহলে সঙ্গে সঙ্গে আমাদের পুরসভার স্বাস্থ্য দপ্তরকে জানাবেন। আমরা সবাই মিলে এই লড়াইতে সামিল হয়ে ডেঙ্গির মতন মহামারীকে আমরা রুখতে চাই।”

Related Articles