Story: ফেলে দেওয়া কলম থেকে জন্মাবে চারাগাছ, পরিবেশবান্ধব কলম ব্যবহারের বার্তা কলম সংগ্রাহকের
Story: Seedlings will grow from discarded pens, the message of pen collectors to use environmentally friendly pens

The Truth Of Bengal : মালদা : অভিষেক দাস : – যখন যেখানে যান কলম কেনেন। এক রকমের কলম নয়, বিভিন্ন জায়গায় বিভিন্ন প্রকারের কলম তিনি কেনেন। শুধু দেশীয় নয়, বিদেশি কলমও তিনি সংগ্রহ করে চলেছেন। বিগত কয়েক বছর ধরে। ভারতবর্ষের প্রায় সমস্ত রকম কলম তাঁর সংগ্রহশালায় রয়েছে। সমস্ত কলমকে পেছনে ফেলে পেশায় গ্রন্থাগারিক সুবীর কুমার সাহার সংগ্রহশালায় আকর্ষণীয় কলম হচ্ছে পরিবেশবান্ধব। কলমও যে পরিবেশবান্ধব হয়, তা হয়তো তাঁর এই কাজ না দেখলে বিশ্বাস হত না অনেকেরই। তিনি সমাজে বার্তা দেন এই পরিবেশবান্ধব কলম ব্যবহারের।
কারণ ইউজ এন্ড থ্রো কলম এখন সকলেই ব্যবহার করছেন। ফেলে দেওয়া কলম থেকে পরিবেশ দূষণ হচ্ছে। তাই তিনি পরিবেশবান্ধব কলম ব্যবহারের বার্তা দিচ্ছেন। এই কলমগুলি বিশেষ পেপার দিয়ে তৈরি। কলমের মধ্যে নানান গাছের বীজ থাকে। ব্যবহার করে ফেলে দেওয়ার পর পেপার পচে গিয়ে তার ভেতরে থাকা বীজ থেকে গাছের চারা বের হবে। এতে পরিবেশের ভারসাম্য রক্ষা হবে।
এই কলমের ভেতরে বিভিন্ন গাছের বীজ থাকছে। সুবীরবাবু নিজের বাড়িতেই ঘরের মেঝেতে সমস্ত কলম সাজিয়ে রেখেছেন। সেখান থেকেই তিনি সাধারণের মধ্যে বার্তা দেওয়ার চেষ্টা চালিয়ে যাচ্ছেন। তাঁর লক্ষ মানুষ বেশি করে কলমের ব্যবহার করুক। কারণ বর্তমানে কলমের ব্যবহার অনেকটাই কমে আসছে আধুনিক সমাজে। এদিকে তাঁর সংগ্রহশালায় প্রায় দুই হাজার রকমের কলম রয়েছে। সমস্ত কলমগুলি আকর্ষণীয়। কারণ বিভিন্ন ডিজাইনের বিভিন্ন আকারের কলম রয়েছে।