রাজ্যের খবর

সিপিএম-বিজেপি জোটেও হলনা শেষরক্ষা, ৩৫ বছর পর গোবিন্দপুর সমবায় সমিতির ক্ষমতায় তৃণমূল

CPM-BJP alliance is not the last defense, after 35 years Trinamool is in power of Gobindpur Cooperative Society.

The Truth Of Bengal :  দীর্ঘ ৩৫ বছর পর সিঙ্গুরের গোবিন্দপুর সমবায় সমিতির হাত থেকে ক্ষমতা ছিনিয়ে নিল তৃণমূল কংগ্রেস। এবছর সিপিএম এবং বিজেপি জোট করেও শেষ রক্ষা করতে পারল না। এ ব্যাপারে বলতে গিয়ে সিঙ্গুরের বিধায়ক তথা রাজ্যের মন্ত্রী বেচারাম মান্না জানান, “যে দীর্ঘদিন ধরে এই সমবায় সমিতি কুক্ষিগত করে রেখেছিল সিপিএম। পরবর্তীকালে বিজেপির সঙ্গে মিলিত হয়ে। আজ সকাল থেকে এই সমবায় সমিতির যে ভোট ছিল তাতে মানুষ তাতে স্বতঃস্ফূর্তভাবে ভোট দেওয়ায় তৃণমূল কংগ্রেস বিপুল ভোটে জয়লাভ করেছে। একেবারে সবুজ ঝড় উঠেছিল। সেই সবুজ ঝড়ে উড়ে গেছে রামধনু জোট। ৪৫ টি আসনের মধ্য ৪৫টি তেই তৃণমূল প্রার্থীরা বিপুল ভোটে জয়লাভ করেছে। মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রতি আস্থা রাখার জন্য আমরা সমগ্র সিঙ্গুর বাসির কাছে কৃতজ্ঞ।”

Related Articles