
The Truth Of Bengal : কয়লা পাচার কাণ্ডে তদন্ত চালাচ্ছে সিবিআই। ইতিমধ্যেই তদন্তের গভীরে ঢুকেছেন গোয়েন্দারা। বেশ কয়েকজন গ্রেফতার হয়েছে সিবিআই এর হাতে। এবার ধরা পড়ল খোদ ইসিএল- এর দুই কর্তা। সর্ষের মধ্যেই ভূত এমনটাই বলছেন ওয়াকিবহাল মহল। ইতিমধ্যেই ধৃতদের আসানসোলের বিশেষ আদালতে পেশ করা হয়। খোদ ইসিএল কর্তা গ্রেফতার হওয়ার ঘটনায় তদন্ত অন্যদিকে মোড় নিতে পারে বলে মনে করা হচ্ছে। প্রথম থেকেই বিভিন্ন মহল থেকে বলা হচ্ছিল এই ঘটনায় ভিতরের কেও জড়িত রয়েছে।
ইসিএল এর কর্তাদের একাংশের যোগ না থাকলে এত বড় পাচার কাণ্ড চলতে পারেনা। সিবিআই তদন্তে এবার সেই ইঙ্গিত মিলল। তদন্ত প্রক্রিয়ায় গতি প্রকৃতি কোন পথে যায় সেদিকে নজর রয়েছে বিভিন্ন মহলের। এই নিয়ে রাজনীতি তোলপাড়। এরাজ যে শাসকদলের কয়েকজন নেতার নাম জরায়। প্রথম থেকেই তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে অভিযোগ করা হয়, কেন্দ্রীয় সরকারের পরিচালনাধীন ইসিএল। এই পাচারকাণ্ডে সবার প্রথমে জড়িত তারাই। সিবিআই তদন্তে এবার খোদ ইসিএল এর দুই কর্তা গ্রেফতার হওয়ায় সেই অভিযোগে সত্যতাতেই সিলমোহর পড়ল।