দেশ

জামিন পেল না কেজরিওয়াল, বাড়ানো হল বিচার বিভাগীয় হেফাজতের মেয়াদ

Kejriwal did not get bail, judicial custody extended

The Truth Of Bengal: আবগারি কেলেঙ্কারি মামলায় দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়ালের বিচার বিভাগীয় হেফাজত তিন জুলাই পর্যন্ত বাড়িয়েছে, দিল্লির একটি আদালত। মেয়াদ শেষ হতে আদালতের বিচারক নিয়ায় বিন্দু কেজরিওয়ালের বিচার বিভাগীয় হেফাজতের মেয়াদ বাড়িয়েছেন। ভিডিও কনফারেন্স এর মাধ্যমে শুনানির সময় হাজির করা হয় অরবিন্দকে। তবে তিনি আদালতে কোনো বক্তব্য দেননি।

কেজরিওয়ালের আইনজীবী তার বিচার বিভাগীয় হেফাজতের মেয়াদ বাড়ানোর জন্য ইডির আবেদনের বিরোধিতা করে বলেন, হেফাজতের মেয়াদ বাড়ানোর ন্যায্য কোন ভিত্তি নেই।ইডি আদালতকে জানায়, আবগারী দুর্নীতি মামলার তদন্তের জন্য তাকে আরও জিজ্ঞাসাবাদ প্রয়োজন। দুই পক্ষের বক্তব্য শোনার পর কেজরিওয়ালের জেল হেফাজতের মেয়াদ বাড়ায় আদালত। ৩ জুলাই পর্যন্ত তিহার জেলেই থাকতে হবে কেজরিকে।

২১ মার্চ গ্রেপ্তার করা হয়েছিল দিল্লির মুখ্যমন্ত্রীকে। এরপর ১০ মে কেজরিওয়ালকে নির্বাচনী প্রচার চালানোর জন্য অন্তর্বর্তী জামিন দেওয়া হয়। নির্বাচনী প্রচার শেষ করে গত ২ জুন ফের তিহার জেলে যেতে হয়েছিল তাঁকে। এরপর ১৯ জুন পর্যন্ত কেজরির জেল হেফাজতের মেয়াদ বাড়ানো হয়েছিল।