দেশ

ইউপির বারেলিতে গাছ থেকে উদ্ধার গণধর্ষ*ণ কান্ডে অভিযুক্ত যুবক! “শত্রুতার জেরেই খুন দাবি পরিবার

Youth accused in gang rape case rescued from tree in UP's Bareilly

The Truth of Bengal: ইউপি মানেই কি ধর্ষ*কদের আঁতুড়ঘর? কখনও মহিলাকে ধর্ষ*ণের পর তাঁকে জীবন্ত পুরিয়ে ফেলার মতো ঘটনার সাক্ষী থেকেছে হাথরাশ তো কখনও নাবালিকাকে ধর্ষ*ণ করে তাঁর ঘর পুড়িয়ে দেওয়ার মতো জঘন্য ঘটনার সাক্ষী থেকেছে সেই উত্তর প্রদেশেরই আরেক প্রান্ত উন্নাও। এত প্রতিবাদ হলেও থেমে থাকেনি ধর্ষ*কের লালসা। এদিন উত্তর প্রদেশেরই আরেক শহর বারেলিতে এক ২৩ বছর বয়সী যুবকের বিরুদ্ধে দায়ের করা হল আবারও ধর্ষণের অভিযোগ। তবে ঘটনার মোড় নেয় তখন যখন শুক্রবার পুলিশ খবর পায় গাছ থেকে একটি মৃতদেহ’কে উদ্ধার করা হয়েছে। যার পর পুলিশ যখন সেখানে হাজির হন ঘটনাস্থলে গিয়ে দেখেন একজন যুবকের মৃতদেহ গাছে ঝুলন্ত অবস্থায় রয়েছে। এবং যে যুবকের দেহ উদ্ধার করা হয়েছে তিনি ধর্ষ*ণ কান্ডে জড়িত একজন অভিযুক্ত।

এরপর নিহতের পরিচয়ের সন্ধানে নামে পুলিশ। এবং তদন্তে নেমে খোঁজ মেলে নিহতের বাড়ি পাশেরই এক গ্রামে। তখনই সঙ্গে সঙ্গে যুবকের বাড়ির লোকজনদের খবর দেওয়া হলে তারাও সেখানে এসে উপস্থিত হন এবং বলেন, আগের দিন অর্থাৎ বৃহস্পতিবার রাতে কেউ একজন এসে তাঁর ছেলেকে একটি গাড়িতে করে তুলে নিয়ে যায়, যেখানে গাড়িতে আরও তিন জন উপস্থিত ছিল। এরপর তাঁরা আরও জানান পুরনো শত্রুতার জেরেই তাঁরা প্রথমে তাঁর ছেলেকে মিথ্যে ধর্ষ*ণের অপরাধে ফাঁসিয়েছে এবং তারপর ছেলেকে প্রাণে মেরে ফেলেছে।

এদিন নিহতের পরিবারের পক্ষ থেকেও অভিযোগ দায়ের করা হয়েছে যেখানে তাঁর যাদের সঙ্গে শত্রুতা রয়েছে তাঁদের নাম করে একাধিক জনের নাম মামলায় তুলে ধড়েছেন নিহতের পরিবার। এবং এখনও পর্যন্ত এও জানা গিয়েছে, যে ভিকটিম ওই যুবকের বিরুদ্ধে ধর্ষ*ণের অভিযোগ দায়ের করেছিল, যুবকের মৃত্যুর মামলাটিতে তাঁর বড় ভাই’এর নামও উল্লেখ করা হয়েছে। তবে গোটা ঘটনায় এখনও কাউকে গ্রেফতার করেননি পুলিশ। তবে বারেলি থানার হাউস অফিসার জানান, “পুলিশ সব দিক থেকে মামলাটি তদন্ত করছে। আমরা পোস্টমর্টেম রিপোর্ট পেয়েছি যাতে মৃত্যুর কারণ ঝুলন্ত বলে উল্লেখ করা হয়েছে। আমরা পরিবারের অভিযোগগুলি খতিয়ে দেখছি।”

Related Articles