শিক্ষার উন্নয়নে কেন্দ্রীয় সাহায্যের দাবি,সুকান্ত মজুমদারের কাছে আবেদন শিক্ষামহলের
Sukanta Majumder's appeal to Sukanta Majumdar for central assistance in the development of education

The Truth of Bengal: কেন্দ্রীয় শিক্ষা প্রতিমন্ত্রী পদে রয়েছেন সুকান্ত মজুমদার। তিনি একসময় গৌড়বঙ্গ বিশ্ববিদ্যালয়ের উদ্ভিদবিদ্যা বিভাগের অ্যাসিস্ট্যান্ট প্রফেসার ছিলেন। গৌড়বঙ্গ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার পরিকাঠামো উন্নয়নে মন্ত্রী কিছু করুন,চাইছেন সেখানকার শিক্ষক থেকে পড়ুয়া সকলেই। তাঁদের আরও দাবি,বন্ধ করে দেওয়া জাতীয় স্তরের স্কলারশিপ আবার চালু করা হোক। অনেকের আক্ষেপ একটাই,বাংলা থেকে এবারও কোনও পূর্ণ মন্ত্রী হল না।
বিজেপি বরাবরই বাংলাকে যোগ্য মর্যাদা দেয় না বলে অভিযোগ করেন বিরোধীরা। বাংলার সামগ্রিক উন্নতিতে কেন্দ্রীয় বরাদ্দ না মেলায় ক্ষোভও রয়ে গেছে। তারমাঝে বড় বিষয় হল,এবারও বাংলা থেকে কোনও পূর্ণ মন্ত্রী নেই। গতবার রাজ্য থেকে শিক্ষা প্রতিমন্ত্রী করা হয় সুভাষ সরকার। এবার সেই পদে এসেছেন সুকান্ত মজুমদার। বালুরঘাটের সাংসদ এখন কেন্দ্রীয় মন্ত্রী।তাই মন্ত্রীর কাছে চাওয়া-পাওয়ার প্রত্যাশা বাড়ছে। একসময় সুকান্ত মজুমদার গৌড়বঙ্গ বিশ্ববিদ্যালয়ের উদ্ভিদ বিদ্যা বিভাগের অ্যাসিস্ট্যান্ট প্রফেসার ছিলেন। ২০১৩ থেকে ২০১৫ পর্যন্ত প্রায় ২বছর তিনি এই দায়িত্ব পালন করেন।তাই যিনি একসময় এই বিশ্ববিদ্যালয়ে অধ্যাপনা করেছেন,তিনি এবার বাংলার এই প্রাচীন বিশ্ববিদ্যালয়ের উন্নয়নে কিছু করবেন বলে আশায় রয়েছেন গৌড়বঙ্গের শিক্ষকও পড়ুয়ারা।
কেন্দ্রীয় শিক্ষা প্রতিমন্ত্রী হওয়ার পর বিশ্ববিদ্যালয়ের শিক্ষা এবং পরিকাঠামো উন্নয়ন নিয়ে বেশ কিছু দাবি দাওয়া উঠতে শুরু করেছে। বিশ্ববিদ্যালয়ের ছাত্ররা জানান এক সময় এখানকার অধ্যাপক ছিলেন সুকান্ত মজুমদার, এখন তিনি কেন্দ্রীয় শিক্ষা প্রতিমন্ত্রী। তাই বিশ্ববিদ্যালয়ের পরিকাঠামো উন্নয়ন থেকে জাতীয় স্তরের বন্ধ স্কলারশিপ চালুর দাবিও উঠেছে পড়ুয়াদের পক্ষ থেকে। অনেকেই সংশয় প্রকাশ করেছেন, ,ক্যাবিনেট মন্ত্রী হলে যে কাজ করতে পারতেন প্রতিমন্ত্রী হিসেবে কতটা পারবেন। গৌড়বঙ্গ বিশ্ববিদ্যালয়ের পানীয় জলের সমস্যা থেকে পরিকাঠামগত উন্নয়নের দিকে নজর দেওয়ার দাবিও জোরালো হয়েছে।এই অবস্থায় বাংলার শিক্ষার মাণোন্নয়নে সুকান্ত মজুমদার আদৌও কোনও ইতিবাচক কিছু করতে পারেন কিনা তার দিকে তাকিয়ে শিক্ষামহলের একাংশ।