হোমগার্ডদের অবসরকালীন ভাতা বাড়াতে চলেছে রাজ্য সরকার,ঘোষণা নবান্নের
The state government is going to increase the retirement allowance of home guards

The Truth of Bengal: নি্র্বাচন মিটতেই উন্নয়নে বাড়তি নজর দিচ্ছে রাজ্য সরকার।মঙ্গলবার নবান্নে প্রশাসনিক বৈঠকে বড়সড় সিদ্ধান্ত নেওয়া হয়।মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে সরকারি কর্মচারীদের অতিরিক্ত ৪শতাংশ মহার্ঘ ভাতা প্রদানের সিদ্ধান্ত নেওয়া হয়েছে।যারফলে প্রায় ১৪লক্ষ কর্মচারী উপকৃত হয়েছেন।এরপর নবান্নের তরফে একটি বিজ্ঞপ্তি জারি করে জানানো হয়েছে, কলকাতা ও রাজ্য পুলিশে কর্মরত হোমগার্ডদের অবসরকালীন ভাতা বাড়ানো হবে।বিজ্ঞপ্তি অনুসারে বলা যায়,
হোমগার্ডদের অবসরকালীন ভাতা বাড়াতে চলেছে রাজ্য সরকার, ঘোষণা নবান্নের pic.twitter.com/k0y0pE2DGT
— TOB DIGITAL (@DigitalTob) June 13, 2024
এ বার থেকে অবসরকালীন ভাতা হিসাবে ৫ লক্ষ টাকা করে পাবেন হোমগার্ডরা। এত দিন তাঁরা অবসরগ্রহণের সময়ে এই বাবদ ভাতা পেতেন ৩ লক্ষ টাকা। যদিও, শুরুতে তাঁদের অবসরকালীন ভাতার পরিমাণ ছিল মাত্র ৫০ হাজার টাকা। বর্তমান রাজ্য সরকার সেই অবসরকালীন ভাতা অনেকটা বাড়িয়ে দেওয়া দেওয়ায় হোমগার্ডরা বেশ স্বস্তি পেলেন বলা যায় । নবান্ন সূত্রে খবর, হোমগার্ডদের জন্য নেওয়া এই সিদ্ধান্তের কথা লিখিত ভাবে জানিয়ে দেওয়া হয়েছে কলকাতা পুলিশের কমিশনার ও রাজ্য পুলিশের ডিজিকে। কলকাতা ও রাজ্য পুলিশ মিলিয়ে হোমগার্ডের সংখ্যা ১৮ হাজারের বেশি।১৮হাজারের কাছে হোমগার্ড এরফলে আগামীদিনে আর্থিকভাবে অনেকটাই সুবিধা পাবেন বলে হোমগার্ডদের সংগঠন মনে করছে।কেন্দ্র ১লক্ষ ১৬হাজার কোটি টাকা না দিলেও রাজ্য সীমিত সামর্থ্যের মধ্যে থেকে এই ভাতা বাড়ানোয় হোমগার্ডের কর্মীরা অনেকটাই উপকৃত হবেন বলা যায়।