রাজ্যের খবর

ভয়ঙ্কর দুর্ঘটনা! রায়গঞ্জে প্রাণ গেল ৪ জনের

Terrible accident! 4 people died in Raiganj

The Truth Of Bengal : উত্তর দিনাজপুর : সত্যেন মহন্তঃ রায়গঞ্জ :  রায়গঞ্জের ভিটি সংলগ্ন ১২ নং জাতীয় সড়কে ভয়াবহ সড়কে দুর্ঘটনায় মৃতের সংখ্যা বেড়ে হল ৪। গতকাল রাতেই মৃত্যু হয়েছিল অলোক মন্ডল নামে এক ব্যক্তির। তবে আজ আরও তিন জনের মৃত্যু হয়েছে বলে মৃতদের পরিবারের তরফ থেকে দাবি করা হয়েছে।

জানা যায়, তাদের প্রত্যেকের বাড়ি রায়গঞ্জের জগদীশপুর গ্রামপঞ্চায়েতের কদমতলা এলাকায়। ঘটনার পর এদিন ঘটনাস্থল পরিদর্শন করেন রায়গঞ্জ ট্রাফিক পুলিশের আধিকারিকরা।

পুলিস সূত্রে খবর, উত্তর দিনাজপুর জেলার অন্তর্গত ১২ নং জাতীয় সড়কের সুভাষগঞ্জ এলাকায় বেশ কিছুটা অংশে এক দিক দিয়ে গাড়ি যাতায়াত করে। তবে ভিটির কাছে একটি ডাইভারশন থাকলেও সেই ডাইভারশন দিক লক্ষ্য না করেই উল্টো দিকে ঢুকে যায় টাটা সুমোটি। এরপরই শিলিগুড়ি গামী লরির সাথে টাটা সুমোটির মুখোমুখি সংঘর্ষ হলে ঘটনায় ৯ জন গুরুতর আহত হয় যার মধ্যে চার জনের মৃত্যু হয়েছে এখনও পর্যন্ত।

Related Articles