
The Truth of Bengal: তৃতীয় বারের জন্য আজ আবার প্রধানমন্ত্রী হিসেবে শপথ নিতে চলেছেন নরেন্দ্র মোদি। সন্ধ্যা সোয়া সাতটায় রাষ্ট্রপতি ভবন প্রাঙ্গণে শপথ নেবেন মোদি। তাঁর সঙ্গে কেন্দ্রীয় মন্ত্রী হিসেবে প্রায় ৫০ জনের শপথ নেওয়ার সম্ভাবনা আছে। মন্ত্রিসভায় এবার বিজেপির সদস্য সংখ্যা কমছে। জানা যাচ্ছে, সম্ভাব্য মন্ত্রীর তালিকায় এনডিএ-র ১৪টি শরিক দলের ১৮ থেকে ২০ জন সাংসদ থাকতে পারেন।
বাংলা থেকে জয়ী বিজেপি সাংসদদের মধ্যে কে কে সুযোগ পাবেন তা নিয়ে চলছে আলোচনা। আজ প্রায় ২৫ জন পূর্ণমন্ত্রী হিসাবে শপথ নেবেন বলে জানা গেলেও বাংলা থেকে কেউ সেই তালিকায় থাকছেন বলে খবর। ২০১৯ সালে লোকসভা নির্বাচনে বাংলা থেকে বিজেপি ১৮টি আসন পেলেও কাউকে ক্যাবিনেট মন্ত্রী করা হয়নি। এবার বিজেপির সেই ১৮ সংখ্যা কমে হয়েছে ১২। তাই এমন অবস্থায় বাংলা থেকে কতজন কেন্দ্রীয় মন্ত্রীর তালিকায় জায়গা পাবেন তা নিয়ে এখনও কোনও পূর্বাভাস পাওয়া যাচ্ছে না।
এবার উত্তরবঙ্গ থেকে একজন এবং দক্ষিণবঙ্গ থেকে এক থেকে দু’জনকে রাষ্ট্রমন্ত্রী করা হতে পারে বলে শোনা যাচ্ছে দিল্লির রাজনৈতিক মহলে। তালিকায় আছেন দক্ষিণবঙ্গের বনগাঁর দুবারের সাংসদ শান্তনু ঠাকুর। তাঁর কাছে ফোন এসেছে বলে জানা যাচ্ছে। মতুয়া ভোটের কথা মাথায় রেখে এবারও শান্তনুকে এবারও মন্ত্রীর তালিকায় যে রেখে দেবে কেন্দ্রীয় নেতৃত্ব, তা একপ্রকার নিশ্চিত ছিল। আর কে জায়গা পাবেন তালিকায়, সেই উত্তর পাওয়া যাবে সন্ধ্যায়।