আজকের দিনে

জুনে কেরিয়ারে প্রবল সমস্যা, আয় বাড়ায় ফিরবে স্বস্তি, শনিবার ভাগ্যে সহায় হবে কোন কোন রাশির জাতকের?

Daily Bengali Horoscope

The Truth of Bengal: আজকের রাশিফল শনিবার ৮ জুন চন্দ্র আজ বুধের রাশি মিথুনে ভ্রমণ করবে। আজ শশ যোগ, গুরুআদিত্য যোগ, বৃদ্ধি যোগ ও আর্দ্রা নক্ষত্রের প্রভাব থাকবে। যার ফলে আজকের দিনটি মিথুন, কন্যা, কুম্ভ-সহ বেশ কিছু রাশির জাতকদের জন্য অত্যন্ত শুভফলদায়ী। এ সময়ে বেশ কিছু রাশি খুব ভালোভাবে নিজের দায়িত্ব পালন করতে পারবেন। আবার কিছু কিছু রাশির জাতকদের আর্থিক জীবনে কিছু সমস্যা দেখা দিতে পারে। আজকের দিনটি কোন রাশির কেমন কাটবে, তা বিস্তারিত আলোচনা করা হল।

মেষ রাশি

এই রাশির জাতক-জাতিকারা স্বাধীনচেতা হলেও শান্তিপ্রিয় হয়ে থাকেন। কর্মক্ষেত্রে গোলযোগের জন‌্য সংস্থা পরিবর্তন করতে হতে পারে। সন্তানদের লেখাপড়ায় সাফল্যের জন‌্য বহুজাতিক সংস্থায় চাকরির সুযোগ আসতে পারে। শ্বশুরকুল থেকে হঠাৎ কিছু সম্পত্তি হাতে আসতে পারে।

বৃষ রাশি

বৃষ রাশির জাতকরা সামাজিক অনুষ্ঠানে অংশগ্রহণ করে সুনাম অর্জন করবেন। ভালোভাবে নিজের দায়িত্ব পূরণ করবেন, বরিষ্ঠ সদস্যরা আনন্দিত থাকবেন। সরকারি কাজকর্মে সতর্কতা অবলম্বন করুন, তা না-হলে সমস্যা উৎপন্ন হতে পারে। বন্ধুর কাছ থেকে সুসংবাদ পেতে পারেন। জনকল্যাণের কাজে লাগাতার অগ্রসর হতে থাকবেন। ব্যবসায়িক সিদ্ধান্ত গ্রহণের সময় ভাইদের পরামর্শ নিন। কোনও ছোট দূরত্বের যাত্রার দ্বারা লাভান্বিত হবেন।

মিথুন রাশি

এই রাশির গ্রহ সন্নিবেশ অনুযায়ী কর্মজীবনে এগিয়ে যাওয়ার সুযোগ আসবে। কর্মপ্রার্থীরা নতুন কাজের সন্ধান পাবেন। বয়স্ক জাতক-জাতিকাদের তীর্থ ভ্রমণের সুযোগ আসতে পারে। ব‌্যবসায়ীরা পাওনা টাকা আদায় নিয়ে সমস‌্যায় পড়তে পারেন। পরিবারে সুযোগ-সন্ধানীদের থেকে সতর্ক থাকুন। আমদানি-রপ্তানির সঙ্গে যুক্ত ব‌্যক্তিদের জন‌্য সময়টি শুভ। সপ্তাহের শেষের দিকে হাতে কিছু বাড়তি অর্থ আসতে পারে।

কর্কট রাশি

কর্কট রাশির জাতকরা আজ বিশেষ অভিজ্ঞতা অর্জন করবেন। নতুন কাজ শুরু করলে ভালো ফলাফল পাবেন। কর্মক্ষেত্রে শত্রুরা নিজেদের মধ্যে লড়াই করে ধ্বংস হবেন। কারও শোনা কথায় কান দেবেন না। চাকরিজীবী জাতকদের ওপর কাজের চাপ বাড়তে পারে। কাউকে কোনও প্রতিশ্রুতি দিয়ে থাকলে তা পূরণ করুন।

সিংহ রাশি

সিংহ রাশির জাতকদের আজকের দিনটি মিশ্র পরিণাম প্রদান করবে। আকস্মিক লাভ অর্জন করায় আনন্দের সীমা থাকবে না। লগ্নির বিষয়ে রুচি বাড়বে। দান-পুণ্য়ের কাজে অংশগ্রহণ করবেন। ছোটদের ভুল ক্ষমা করুন। আয় থেকে অর্থ সঞ্চয় করতে পারবেন। এটি আপনার জন্য ভালো হবে। ব্যবসায়ীরা সতর্ক থাকুন, তা না-হলে সমস্যা সম্ভব। আত্মীয়দের সঙ্গে বড় কোনও বিবাদে জড়াবেন না, সম্পর্কে বিভেদ সৃষ্টি হতে পারে।

কন্যা রাশি

সপ্তাহের প্রথমদিকে নানা বিষয়ে চিন্তা বাড়বে। কর্মপ্রার্থীদের একাধিক উপায়ে আয়ের সুযোগ এলেও সঠিক পথ বেছে নেওয়া প্রয়োজন। এই সময় বন্ধুবান্ধব ও সহকর্মীদের সঙ্গে সম্পর্ক ভালো রাখার চেষ্টা করুন। কতিপয় ব‌্যবসায়ীদের শুল্ক সংক্রান্ত ব‌্যবসার জন‌্য মানসিক উদ্বেগ বৃদ্ধি পেতে পারে। প্রতিবেশীদের সঙ্গে অকারণে বিবাদ-বিতর্ক এড়িয়ে চলুন।

তুলা রাশি

গত সপ্তাহের তুলনায় এ সপ্তাহে উপার্জন কিছু ভালো হবে। কর্মক্ষেত্রে পদোন্নতি বা নতুন কর্মলাভের যোগ বিদ‌্যমান। পত্নীর স্বাস্থ‌্য এই সময় খুব একটা ভালো যাবে না। ক্রীড়াক্ষেত্রের সঙ্গে যুক্ত ব‌্যক্তিরা সাফল্যের মুখ দেখতে পাবেন। বিদ‌্যার্থীদের পক্ষে সপ্তাহটি শুভ। পরিবারে ভ্রাতা-ভগ্নী ও নিকট আত্মীয়দের সঙ্গে সুসম্পর্ক গড়ে তুলুন। এই রাশির জাতক-জাতিকারা শরীরের নিম্নভাগে ব‌্যথা-বেদনায় কষ্ট পেতে পারেন।

বৃশ্চিক রাশি

চাকুরিজীবীরা যত বেশি পরিশ্রম করবেন, তত ভাল ফলাফল পাবেন। স্বাস্থ্য দুর্বল থাকবে। তাই স্বাস্থ্যের দিকে খেয়াল রাখুন। আর্থিক অবস্থা ঠিক রাখতে হলে খুব ভেবেচিন্তে ব্যয় করতে হবে। এর পাশাপাশি আপনার আয় বাড়ানোর চেষ্টা করা উচিত। জীবনসঙ্গীর কাছ থেকে ভালবাসা এবং সহযোগিতা পাবেন।

ধনু রাশি

সপ্তাহের শুরুতে বহুদিনের কোনও ইচ্ছা পূরণ হতে পারে। কর্মক্ষেত্রে সহকর্মীদের সঙ্গে মিষ্ট আচরণ করুন। অবিবাহিতদের বিবাহের পক্ষে সপ্তাহটি শুভ। চাকরিক্ষেত্রে সমস‌্যা বৃদ্ধি হলেও নিজের বুদ্ধিমত্তার জোরে সব সমস‌্যার সমাধান করতে পারবেন। অংশীদারী ব‌্যবসায় মনোমালিন‌্য লেগেই থাকবে। সন্তানদের লেখাপড়ার দিকে সতর্ক দৃষ্টি রাখুন।

মকর রাশি

অর্থ সংক্রান্ত লেনদেন করার জন্য আজকের দিনটি ভাল নয়। লাভের পরিবর্তে ক্ষতি হতে পারে। পারিবারিক পরিস্থিতি ঠিক থাকবে না। বাড়ির কিছু সদস্যের মধ্যে মতবিরোধ হতে পারে। চাকরি হোক বা ব্যবসা, আজ আপনার অমীমাংসিত কাজগুলি শেষ করার চেষ্টা করুন। স্বাস্থ্যের যত্ন নিন।

কুম্ভ রাশি

কুম্ভ রাশির জাতকরা আর্থিক বিষয়ে সতর্ক থাকুন। কারও ওপর শীঘ্র ভরসা করবেন না, তাঁরা আপনার সঙ্গে বিশ্বাসঘাতকতা করতে পারেন। টাকা ধার নেবেন না। বিবাদ এড়িয়ে যান। রাজনীতির সঙ্গে যুক্ত ব্যক্তিরা বড়সড় পদ অর্জন করতে পারেন। তাড়াহুড়োয় কোনও গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেবেন না, সমস্যা হতে পারে।

মীন রাশি

সন্তানের লেখাপড়া সংক্রান্ত বড় সমস্যার সমাধান হতে পারে। আজ আপনি তাদের শিক্ষার জন্য অর্থ ব্যয় করবেন। জীবনসঙ্গীর সঙ্গে সম্পর্ক ভাল থাকবে। কর্মক্ষেত্রে কঠোর পরিশ্রম করার পরামর্শ দেওয়া হচ্ছে। ব্যবসায়ীদের আজ খুব সতর্ক থাকতে হবে, অন্যথায় ক্ষতি হতে পারে।

Free Access

Related Articles