
The Truth of Bengal: ফের রাজস্থানের কোটায় পড়ুয়া মৃত্যুর ঘটনা। ডাক্তারি পরীক্ষার ফল ঘোষণা হওয়ার ২৪ ঘণ্টার মধ্যেই আত্মঘাতীর ঘটনা ঘটেছে কোটায়। মৃত ওই পড়ুয়ার নাম বাগিশা তিওয়ারি। সে মধ্যপ্রদেশের রিভা জেলার বাসিন্দা। সূত্রের খবর পড়ুয়া আবাসনের নবম তলা থেকে নিচে ঝাঁপ দিয়ে আত্মঘাতী হয়েছে। ঘটনায় শোকের ছায়া এলাকা জুড়ে।
সূত্রের খবর কোটার একটি কোচিং সেন্টারে ডাক্তারি পরীক্ষার জন্য প্রস্তুতি নিচ্ছিল ওই পড়ুয়া। একদিকে ভালো ফল করে শিক্ষকদের কাছ থেকে পুরষ্কার পাচ্ছে ডাক্তারি পরীক্ষায় উত্তীর্ণ হওয়া পরীক্ষার্থীরা। কিন্তু অন্যদিকে নিজের স্বপ্ন পূরণ করতে না পেরে অবসাদে ভুগছে বহু পড়ুয়া। এই ধরনের ঘটনা কেবল এই প্রথম বারই নয়, বারবার ঘটে চলেছে কোটায়। যে কারণে কোটায় একাধিক পড়ুয়া আবাসনে সিলিং ফ্যানের চারপাশ দিয়ে নেট দিয়ে ঢেকে দেওয়ার পন্থাও চালু করা হয়েছিল। কিন্তু এর পরেও গত বছরে যে হারে কোটায় পড়ুয়া মৃত্যুর ঘটনা ঘটছে তাতে উদ্বেগ বাড়াচ্ছে সরকারেরও।
জানা গেছে বাগিশা তিওয়ারি নামে ওই পড়ুয়া নবম তলার ব্যালকানি থেকে ঝাঁপ দিয়ে নীচে পড়তেই সঙ্গে সঙ্গে ছুটে আসে পরিবারের সদস্যরা। উদ্ধার করে তড়িঘড়ি ওই পড়ুয়াকে চিকিৎসার জন্য কাছের হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা মৃত বলে ঘোষণা করে ওই পড়ুয়াকে। সত্যি কি ডাক্তারি পরীক্ষায় ভালো ফল না করার কারণ নাকি অন্য কিছু তা জানতে তদন্ত শুরু করেছে পুলিশ। তবে ইদানিং কালে কোটায় বিভিন্ন কোচিং সেন্টার গুলি পড়ুয়াদের চাপ কমাতে বহু নিষেধাজ্ঞা জারি করেছে। এই ঘটনা নিয়ে চলতি বছরে কোটায় পড়ুয়া মৃত্যুর সংখ্যা দাঁড়িয়েছে ১০। গত বছর অর্থাৎ ২০২৩ সালেও কোটায় ২৬ জন পড়ুয়া মৃত্যুর ঘটনা ঘটেছে।