রাজ্যের খবর

উত্তরবঙ্গে প্রথম চালু হচ্ছে CNG বাস, বাড়বে যাত্রী পরিষেবার মান

First CNG bus to be launched in North Bengal, passenger service quality will improve

The Truth of Bengal: এবার সিএনজি বাস চালু হচ্ছে উত্তরবঙ্গে। কয়েকদিনের মধ্যেই প্রথম ধাপে উত্তরবঙ্গ রাষ্ট্রীয় পরিবহণ নিগমের হাতে ৬টি সিএনজি বাস আসার কথা। চলতি মাসেই উত্তরবঙ্গে প্রথম সিএনজি বাস পরিষেবা চালু করতে হতে চলেছে। এই বাসে যাত্রীদের সুরক্ষার কথা মাথায় রেখে সিসিটিভি ক্যামেরার ব্যবস্থা রয়েছে। নতুন বাসের ধরে যাত্রী পরিষেবার মান আরও বাড়ানো যাবে বলে করছেন পরিবহণ কর্তারা।

চলতি মাসেই উত্তরবঙ্গে প্রথম সিএনজি বাস পরিষেবা চালু করতে চলেছে উত্তরবঙ্গ রাষ্ট্রীয় পরিবহণ নিগম। কয়েকদিনের মধ্যেই প্রথম ধাপে উত্তরবঙ্গ রাষ্ট্রীয় পরিবহণ নিগমের হাতে ৬টি সিএনজি বাস আসার কথা রয়েছে। তারমধ্যে দুটি কোচবিহার থেকে শিলিগুড়ি রুটে চলাচল করবে। বাকি চারটি বাস বহরমপুর-কলকাতা রুটে চালানোর পরিকল্পনা সংস্থার রয়েছে। যদিও পরিকাঠামগত সমস্যার কারণে উত্তরবঙ্গের সব জেলায় এখনই সিএনজি বাস পরিষেবা দেওয়া সম্ভব হচ্ছে না। উত্তরবঙ্গ রাষ্ট্রীয় পরিবহণ নিগমের চেয়ারম্যান পার্থপ্রতিম রায় জানান, মোট ৩০টি সিএনজি বাস আসার কথা রয়েছে। তার মধ্যে দুটি সিএনজি বাস ইতিমধ্যে কোচবিহারে এসে পৌঁছেছে। সেটা দিয়ে কোচবিহার শিলিগুড়ি রুটে পরিষেবা দেওয়া হবে। উত্তরবঙ্গের প্রথম সিএনজি বাস পরিষেবা যাতে এই মাসের মধ্যেই শুরু করা যায় তার জন্য সব রকম পরিকল্পনা নেওয়া হচ্ছে। এছাড়া রকেট-সহ মোট বারোটি এসি বাস আসার কথা রয়েছে। সেই বাসগুলি এলে শিলিগুড়ি-কলকাতা রুটের পুরনো বাসগুলি পরিবর্তন করে নতুন বাস পথে নামবে। কোচবিহার-শিলিগুড়ি রুটে পুরনো এসি বাস পরিষেবার দেওয়া সম্ভব হবে। উত্তরবঙ্গ রাষ্ট্রীয় পরিবহণ নিগম সূত্রে খবর, সিএনজি বাস চালানোর ক্ষেত্রে রিফিলিং একটি বড় বিষয়। রিফিলিং স্টেশন পর্যাপ্ত সংখ্যায় এখনও তৈরি হয়নি। বিভিন্ন স্থানে কয়েকটি সংস্থার পক্ষ থেকে তা তৈরি করা হয়েছে। প্রাথমিক ভাবে সেগুলি ব্যবহার করার পরিকল্পনা নেওয়া হয়েছে।

আগের সরকারে আমলের থেকে এখন অনেকটাই ঘুরে দাঁড়িয়েছে উত্তরবঙ্গ রাষ্ট্রীয় পরিবহণ নিগম। প্রতিনিয়ত নতুন বাস রাস্তায় নামছে। এবার পরিবেশ বান্ধব বাস সংস্থা পেয়েছে এই সংস্থা। এর ফলে পরিবেশ দূষণ অনেকটাই কমে আসবে। এই বাসে যাত্রীদের সুরক্ষার কথা মাথায় রেখে সিসিটিভি ক্যামেরার ব্যবস্থা রয়েছে। আগামী দিনে আরও নতুন বাস এলে যাত্রী পরিষেবার মান আরও বাড়ানো যাবে।

Related Articles