রাজ্যের খবর

মহেন্দ্রগঞ্জ নাট মন্দিরের ইতিহাস এবার ছাপা অক্ষরে, উঠে এসেছে যেসব অজানা কাহিনী

The history of Mahendraganj Nat Mandir is now in print, the unknown stories have come up

The Truth Of Bengal :  উত্তরবঙ্গের গর্ব উত্তর দিনাজপুর জেলার কালিয়াগঞ্জের মহেন্দ্রগঞ্জ নাট মন্দির। এই নাট মন্দিরে ১২ মাসে তেরো পার্বণ লেগেই থাকে। তবে তার মধ্যে সবচেয়ে বড় উৎসব হয় ৬৪ প্রহর নাম যজ্ঞ অনুষ্ঠান এছাড়া রথের মেলা দুর্গাপুজো কালীপুজো তো লেগেই রয়েছে। তাছাড়া প্রতিদিনই বহু মানুষ এর এখানকার সরা ভোগ না খেলে তাদের কোন কিছু ভালই লাগে না তাই এবার কালিয়াগঞ্জ নাট মন্দির কর্তৃপক্ষ উদ্যোগ নিয়েছে এই মহেন্দ্রগঞ্জ নাট মন্দিরের বিগত দিনের ইতিহাস কে সংরক্ষিত রাখার।

এবার সেই সংরক্ষিত ইতিহাসের সংকলিত লিপি বই আকারে প্রকাশ করল নাট মন্দির কর্তৃপক্ষ। জানা যায় এই বইটি লিখেছেন জেলার বিশিষ্ট পুরাতত্ত্ববিদ বৃন্দাবন ঘোষ। নাট মন্দির প্রাঙ্গণে প্রতিবছরের ন্যায় এবছর নিষ্ঠা ও ভক্তি সহকারে ফলহারিনী কালী পূজার আয়োজন করা হয়। এদিন একটি অরাম্বর অনুষ্ঠানের মধ্য দিয়ে নাট মন্দিরের বইটির উদ্বোধন করা হয়।

উপস্থিত ছিলেন জেলার বিশিষ্ট পুরাতত্ত্ববিদ বৃন্দাবন ঘোষ,কুনোর ভারত সেবাশ্রম সংঘে স্বামীজি জ্যোতিরময়নন্দ মহারাজ, নাট মন্দির প্রাঙ্গনের সম্পাদক প্রকাশ কুন্ডু,নাট মন্দির কমেটির অন্যতম কর্মকর্তা পরিতোষ নন্দী, সুনীল সাহা সহ অন্যান্যরা। এদিন বইয়ের উদ্বোধন ও ফলহারিনী কালীপূজা উপলক্ষ্যে প্রচুর মানুষের সমাগম হয়। পূজার শেষে ভক্তদের মধ্যে প্রসাদ বিতরণ করা হয়।

Related Articles