মমতা বন্দ্যোপাধ্যায়ও অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে শনিবার কালীঘাটে উচ্চ পর্যায়ের বৈঠক
High level meeting at Kalighat on Saturday

The Truth of Bengal: জাতীয় রাজনীতিতে তৃণমূল কংগ্রেসের নির্বাচিত সাংসদরা কী করবেন ? কি হবে তৃণমূল কংগ্রেসের রণকৌশল ? সামগ্রিক বিষয় নিয়ে শনিবার কালীঘাটে হবে উচ্চ পর্যায়ের বৈঠক। মমতা বন্দ্যোপাধ্যায়ও অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে বৈঠকে যোগ দেবেন দলের জয়ী প্রার্থীরা। মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশিত পথেই সাংসদরা দিল্লিতে তাঁদের ভূমিকা পালন করবেন। উল্লেখ্য, এবার বিজেপির সাংসদ কমে যাওয়ায় তৃণমূল সহ বিরোধী ইন্ডিয়া শিবিরের শক্তি বেড়েছে। লোকসভায় বিজেপির বিরুদ্ধে আরও উচ্চ কণ্ঠে লড়াইতে নামছে তৃণমূল কংগ্রেস।ফল বেরোনোর পর মঙ্গলবারই মমতা বন্দ্যোপাধ্যায় স্পষ্ট করে দেন,বিজেপি আর ইচ্ছেমতো আধিপত্য কায়েম করতে পারবে না।সংসদে বিল পাশের আগে তীব্র বিরোধিতার মুখে পড়তে হবে গেরুয়া শিবিরকে।
কারণ এজেন্সি দিয়ে ভয় দেখানো বা সিএএ,অভিন্ন দেওয়ানি বিধির মতো বিল পাস করিয়ে মোদি সরকার সংসদকে বুলডোজ করেছে বলে তৃণমূল সুপ্রিমো মনে করছেন।এমনকি ১০০দিনের কাজ,আবাস যোজনা সহ বাংলার ১লক্ষ ১৬হাজার কোটি টাকা আটকে রেখে যুক্তরাষ্ট্রীয় কাঠামোর রীতি ভেঙেছেন।তাই বিজেপিকে চোখে চোখ রেখে লড়াইয়ের প্রস্তুতি শুরু করে দিচ্ছে বিজেপি বিরোধী শিবিরের অন্যতম শক্তি তৃণমূল কংগ্রেস।লোকসভা নির্বাচনে বিপুল জয়ের পর শনিবার কালীঘাটে হবে হাইভোল্টেজ বৈঠক। বৈঠকে যোগ দেবেন তৃণমূল কংগ্রেসের জয়ী ২৯জন সাংসদ। থাকবেন মমতা বন্দ্যোপাধ্যায়,অভিষেক বন্দ্যোপাধ্যায় সহ শীর্ষ তৃণমূল কংগ্রেসের নেতারা।
সেই বৈঠকে মমতা বন্দ্যোপাধ্যায় আগামীর লড়াইয়ের পথ বাতলে দেবেন।জানা যাচ্ছে,কিভাবে তৃণমূল কংগ্রেসের সাংসদরা দিল্লিতে লড়বেন ? বাংলার দাবি আদায়ে কী ভূমিকা নেবেন তা গাইডলাইন দেবেন মমতা বন্দ্যোপাধ্যায়। তৃণমূল সুপ্রিমো অভিযোগ করেছেন,বিজেপি চাপ দিয়ে কাঁথি ও তমলুকে তৃণমূল প্রার্থীদের হারিয়ে দিয়েছেন। দুই কেন্দ্রে তৃণমূলকে গায়ের জোরে হারানো হয়েছে।এরমাঝে যে সব সংসদীয় এলাকায় পরাজয় স্বীকার করতে হয়েছে, সেখানে দলের পরবর্তী রণকৌশল কী হবে, তা নিয়ে পরাজিত সাংসদদের বার্তা দিতে চায় দল। এই গুরুত্বপূর্ণ বৈঠকে ডাকা হয়েছে ভগবানগোলা ও বরানগরে জয়ী দুই বিধায়ক রেয়াত হোসেন ও সায়ন্তিকা বন্দ্যোপাধ্যায়কেও। দিল্লিতে এবার তৃণমূল কংগ্রেসের সাংসদরা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবেন। তাঁরা বিজেপি বিরোধী কণ্ঠ জোরদার করতে সদাতত্পর হতে চান।জাতীয় রাজনীতিতে রণকৌশল থেকে সংসদে সাংসদদের