WB Lok Sabha Election 2024 : মুর্শিদাবাদের ফল ৩-০, বইছে সবুজ আবিরের ঝড়
WB Lok Sabha Election 2024 : Murshidabad results 3-0, storm of green Abir is blowing

The Truth Of Bengal : মুর্শিদাবাদ : সুদীপ রায় : মুর্শিদাবাদ জেলা জুড়ে সকাল থেকেই শুরু হয়েছে তৃনমূলের বিজয় উৎসব। একদিকে যেমন জেলার তিনটি লোকসভা কেন্দ্রে ঘটেছে ঘাসফুল ঝড়। অপরদিকে তৃণমূল প্রার্থী তথা ভারতীয় বিশ্বকাপ জয়ী ক্রিকেটার ইউসুফ পাঠানের ব্যাটিংয়ে পঁচিশ বছরের রাজনৈতিক সন্ধির বদল ঘটে বহরমপুর লোকসভা কেন্দ্রেও ফুটেছে ঘাসফুল। সেই উদ্দেশ্যেই গতকাল থেকেই শুরু হয়েছে তৃণমূলের বিজয় উৎসব।
তবে গতকাল প্রাকৃতিক দুর্যোগের কারণে কর্মী ও সমর্থকেরা সেই ভাবে উদযাপন না করতে পারলেও আজ সকাল থেকেই কার্যত বিভিন্ন কেন্দ্রীয় তে তৃণমূল কর্মী ও সমর্থকরা রীতিমতো ব্যান্ড পার্টি বাজনা বোম পটকা সবুজ আবির উড়িয়ে উৎসবের আমেজে তৃণমূলের জয়ের উল্লাস উদযাপন করছে। সাধারণ মানুষের সঙ্গে এই ছবি বহরমপুর লোকসভার অন্তর্গত বড়ঞা ব্লকের শ্রীহট্টি গ্রামের। গোটা জেলার মতন এখানেও তৃণমূল কংগ্রেসের অঞ্চল সভাপতি জাব্বার হোসেন খুশির নেতৃত্বে দেখা গেল গ্রামের সাধারণ আট থেকে আশি স্ততরের সাধারণ শ্রেণীর মানুষ গ্রামের মহিলা ও তৃণমূলের কর্মী সমর্থকদের উৎসবের আমেজ মাততে।